For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুণালের সঙ্গে রাজীবের সাক্ষাৎ নিয়ে মুখ খুলেই বোমা ফাটালেন কল্যাণ, উঠল এক ভিডিওর প্রসঙ্গ

Google Oneindia Bengali News

শুক্রবার রাজ্যরাজনীতি তোলপাড় করে বিজেপি ছেড়ে তৃণমূলে সপুত্র যোগ দিয়েছেন মুকুল রায়। এরপরই ২৪ ঘণ্টা পার হতে না হতেই শনিবার তৃণমূলের কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন বিজেপির নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেই বোমা ফাটালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বোমা ফাটালেন কল্যাণ

বোমা ফাটালেন কল্যাণ

শোনা যায়, ভোটের আগে হাওড়ায় এক জন্মদিনের পার্টিতে তৎকালীন তৃণমূলে থাকা রাজীব বন্দ্যোধ্যায়ের সঙ্গে বিজেপি নেতাদের কথা হয়। পরবর্তীকালে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। এরপর বাংলার ভোটে ডোমজুরে নিজের কেন্দ্রে বিজেপির টিকিটে রাজীবের পরাজয়ের অধ্যায়ও বাংলা দেখেছে। এদিকে, সেই সমস্ত পর্বের পর শনিবার তৃণমূলের কুণাল ঘোষের সঙ্গে 'সৌজন্য ' সাক্ষাৎকারে বসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা নিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' কুণাল , রাজীব বলছেন এটা সৌজন্য সাক্ষৎ। ওঁদেরই বুদ্ধি আছে , আমাদের নেই?'

'রাজীবের ভ্যালু জিরো'

'রাজীবের ভ্যালু জিরো'

কার্যত কটাক্ষের সুরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিকে তোপ দেগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ডোমজুরে অনেক খেটে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ৪৩ হাজার ভোটে হারায় তৃণমূল। কল্যাণের সাফ কথা, 'সাধারণ কর্মী হিসাবে দল বলেছে, সড়াই করেছি। প্রমাণ দিয়েছি রাজীব কেউ না।' কল্যাণের সাফ বার্তা রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ভ্যালু জিরো'। আর তা প্রমাণ করে দেখিয়েছে তৃণমূল, বলে মত কল্যাণের।

প্রসঙ্গ এক ভিডিওর!

প্রসঙ্গ এক ভিডিওর!

'আমার কাছে দশ-পনেরো মিনিটের ভিডিও আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন রাজীব।' এই বক্তব্য পেশ করেই কার্যত পারদ চড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যম 'আনন্দবাজার ডিজিটাল' এর এক প্রতিবেদনে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে গদ্দারদের দলে নেওয়া হবে না। ফলে রাজীবের তৃণমূলে প্রবেশ ঘিরে সিদ্ধান্ত উচ্চ নেতৃত্বই ছিক করবেন। প্রসঙ্গত, এই বক্তব্যের সঙ্গেই ভিডিও প্রসঙ্গ উত্থাপন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ধরে রেখেছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

রাজীব ও পোস্টার ইস্যু

রাজীব ও পোস্টার ইস্যু

এদিকে, রাজ্য রাজনীতি যখন ফের একবার পার্টি বদল নিয়ে তোলপাড়, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ডোমজুড় জুড়ে পোস্টার পড়তে শুরু করেছে। সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'পোস্টার না পড়ার কোনও কারণ নেই। অনেক বাজে কথা ও বলেছে।'

English summary
Kalyan Banerjee targets Rajib Banerje over his meeting with Kunal Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X