পাকিস্তান-বাংলাদেশের হিন্দুদের এনে নাগরিকত্ব দেওয়া হবে, এনআরসি নিয়ে বিস্ফোরক কৈলাশ বিজয়বর্গীয়
পশ্চিমবঙ্গে এনআরসি নিশ্চিতভাবেই হবে। কলকাতায় ফিরেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, এই রাজ্যে ১০০ শতাংশ এনআরসি হবে। বিজেপি ক্ষমতায় এলেই এনআরসি হবে বলে তিনি জানান। তাঁর সাফ কথা, অনুপ্রবেশকারীদের এদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তান ও বাংলাদেশ থেকে হিন্দুদের এনে নাগরিকত্ব দেওয়া হবে।

হিন্দু রাষ্ট্রে পরিণত করার ভাবনা
কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে আভাস রয়েছে এনআরসি করে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ভাবনা! বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে। বিজেপি স্পষ্ট করছে, কোনও হিন্দু নয়, শুধু বিতাড়িত করা হবে অনুপ্রবেশকারীদের। হিন্দুদের শরণার্থী হিসেবেই ভাবছে বিজেপি।

বাংলাদেশ-পাকিস্তানের হিন্দুদের নাগরিকত্ব!
সেইমতো বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দুদের ফিরিয়ে আনারও বার্তা দেন কৈলাশ। তিনি বলেন, সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। সে জন্য নাগরিকত্ব বিল আনা হবে শীঘ্রই। এদিন কলকাতা বিমানবন্দরে পা দিয়েই এনআরসি ও যাদবপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি।

৩ যাদবপুর ইস্যুতে রাজ্যকে তোপ কৈলাসের
যাদবপুর ইস্যুতে তিনি রাজ্যপালকে সমর্থন করে জানান, রাজ্যপাল অভিজ্ঞ মানুষ। একজন আইনজীবী। উনি আইন জানেন, নিয়ম জানেন, জানেন তাঁর অধিকার ও মর্যাদা। তাই তিনি ঠিক কাজই করেছেন। এই ইস্যুতে তিনি এদিন একহাত নেন পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যপালের দিকে আঙুল তোলার আগে নিজের চরিত্র, ব্যবহার নিয়ে ভাবা উচিত বলে পার্থ চট্টোপাধ্যায়কে পরামর্শ দেন কৈলাশ বিজয়বর্গীয়।
[রাজনীতিবিদ থেকে আমলাদের মধুচক্রের ফাঁদে জড়িয়ে প্রতারণার নয়া ছক! উঠছে বলিউড অভিনেত্রীদের নাম ]
[অস্বস্তি বাড়ল কংগ্রেসে, কাশ্মীর ইস্যুতে রাহুলদের পাশে টানলেন ইমরান]