তৃণমূলে ভাঙনই কি বিজেপির বঙ্গজয়ের রসদ! মিশন একুশের রণনীতি তৈরি কৈলাশের
২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরেছে। হেভিওয়েট বিধায়করা বিজেপি আসা শুরু করে দিয়েছেন। কিন্তু তৃণমূলের এই ভাঙনের আশাতেই কি ২০২১-এ বাংলা দখলের রসদ জোগাড় করবে বিজেপি? নাকি অন্য কোনও অঙ্ক রয়েছে বিজেপির বাংলা জয়ের পরিকল্পনায়? রণনীতি ঠিক করে ফেলল বিজেপি!

নিজেদের ভোটব্যাঙ্ককে পাথেয় করে বাংলা জয়ের অঙ্ক
বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সবথেকে বেশি জোর দিয়েছে নিজেদের ভোটব্যাঙ্কের উপর। মমতা-বিরোধী ভোটের উপর তারা ভরসা করতে নারাজ। নিজেদের ভোট ব্যাঙ্ক গুছিয়ে নিয়েই তারা এবার জয় হাসিল করতে চাইছে। মোট কথা, নিজেদের ভোটব্যাঙ্ককে পাথেয় করে বাংলা জয়ের অঙ্ক কষে ফেলেছে বিজেপি।

নিজস্ব ভোট ব্যাঙ্ক বাড়াতে ১৪ জন সাংসদকে নিয়ে বৈঠক
বিজেপি জোর দিচ্ছে নিজস্ব ভোটব্যাঙ্ক বাড়াতে। কীভাবে নিজস্ব ভোট ব্যাঙ্ক বাড়ানো যায়, সেই চেষ্টা করছে বিজেপি। কলকাতার এক হোটেলে বিজেপি ১৪ জন সাংসদকে নিয়ে বৈঠক করেছে। বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সেই বৈঠকে নির্দেশ দেন নিজেদের ভোটব্যাঙ্ক বাড়ানো যায়।

একুশে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের রোডম্যাপ তৈরি
বাংলার কোন অংশের মানুষের ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির উপর। সেই ক্ষোভের কারণ কী, কী আশা, কী প্রত্যাশা তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। গোরুায় বাহিনীর ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের রোডম্যাপ তৈরি করে দেওয়া হয় এই বৈঠকে।

বিজেপির সংগঠনের শক্তহাতে হাল ধরাই লক্ষ্য
২০২১ বিধানসভা নির্বাচনের এখনও চার-পাঁচ মাস বাকি। তবে তার আগেই ইস্তোহার প্রকাশের ব্যাপারে তোড়জোড় শুরু হয়ে গেল। ইতিমধ্যে বিজেপি কেন্দ্রীয় পাঁচ নেতাকে বাংলার দায়িত্ব দিয়েছে। বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে তাঁদেরকে কাজে লাগাতে চাইছে বিজেপি। জেলায় জেলায় বিজেপির সংগঠনকে শক্তহাতে হাল ধরাই তাঁদের উদ্দেশ্য।

শেষ পর্যন্ত মাথা নত কেন্দ্রের? চাপের মুখে কৃষকদের কোন বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর