For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সাফল্যে মুকুলেরই কৃতিত্ব! দিলীপের সামনেই ভূয়সী প্রশংসা বিজয়বর্গীয়র

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান হয়েছে বাংলায়। ২টি আসন থেকে বেড়ে এক লাফে ১৮টি আসন পেয়েছে তারা। তৃণমূলের ৪২-এ ৪২ টার্গেটকে দুমড়ে-মচড়ে দিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলতেও শুরু করে দিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান হয়েছে বাংলায়। ২টি আসন থেকে বেড়ে এক লাফে ১৮টি আসন পেয়েছে তারা। তৃণমূলের ৪২-এ ৪২ টার্গেটকে দুমড়ে-মচড়ে দিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলতেও শুরু করে দিয়েছে বিজেপি। এই কৃতিত্ব 'একা' মুকুল রায়কেই দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

মুকুলদার নেতৃত্বে বিজেপির লড়াই

মুকুলদার নেতৃত্বে বিজেপির লড়াই

দিল্লিতে দলীয় কর্মশালায় কৈলাশ বিজয়বর্গীয় সাফ জানান, এক আগে বাংলায় কোনওদিনও এমনতর সাফল্যের মুখ দেখেনি বিজেপি। এটা সম্ভব হয়েছে মুকুলদার জন্য। তাঁর নেতৃত্বে বিজেপির নেতা-কর্মীরা ভালো কাজ করেছে বলেই তৃণমূলের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আমরা এই সাফল্যলাভ করতে সক্ষম হয়েছি।

সাফল্য আসবে এই পথ ধরে

সাফল্য আসবে এই পথ ধরে

তিনি বলেন, আমরা মনে করি ভবিষ্যতে অনেক সাফল্য আসবে এই পথ ধরে। সবেমাত্র সাফল্যের শুরু। মুকুল রায় সাংগঠনিকভাবে আমাদের যেভাবে শক্তিশালী করছেন, তার সুফল মিলবেই। লোকসভা ভোটের আগে কেউ ভাবেননি, আমরা এই সাফল্যলাভ করতে পারি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। সেই বিশ্বাসেরই ফল পেলাম আমরা।

অমিত দিলেন ২০২১-এর রুট-প্ল্যান

অমিত দিলেন ২০২১-এর রুট-প্ল্যান

সম্প্রতি ২০২১-এর পথ ঠিক করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তলব করেছিলেন বঙ্গ নেতৃত্বকে। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের রুট-প্ল্যান তৈরি করে দেন। কার কোন দায়িত্ব হবে, কীভাবে তাঁরা এগোবেন তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে সেই কৌশল বাতলে দেন অমিত শাহ।

২০২১-এ ভরসার মুখ যাঁরা

২০২১-এ ভরসার মুখ যাঁরা

তিনি একপ্রকার জানিয়ে দেন, ২০২১ দিলীপ ঘোষই থাকছেন দলের সভাপতির দায়িত্বে। মুকুল রায়কেই নির্বাচন কমিটির মাথায় রেখে দল লড়বে রাজ্যে। আর কৈলাশ বিজয়বর্গীয়ই থাকছেন পর্যবেক্ষকের দায়িত্বে। অরবিন্দ মেননকে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বে। মোট কথা ২০২১-এর লক্ষ্যে ২০১৯-এর টিমের উপরই ভরসা রাখছেন অমিত।

<strong>[মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল বিশেষ চমক]</strong>[মোদীর জন্মদিন উদযাপন করতে চান! হোয়াটসঅ্যাপে এসে গেল বিশেষ চমক]

[ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শাহিদ আফ্রিদি? সেনা মুখপাত্রের সঙ্গে ছবি ঘিরে শোরগোল টুইটারে][ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শাহিদ আফ্রিদি? সেনা মুখপাত্রের সঙ্গে ছবি ঘিরে শোরগোল টুইটারে]

English summary
BJP’s Observer Kailash Vijayvargiyo says BJP gets success in Bengal for Mukul Roy. He praises for Mukul in stage of BJP’s central leaders,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X