বঙ্গবিজেপির রথযাত্রায় 'অনুমতি' না পেলে কী হতে পারে! কৈলাস দিয়ে রাখলেন হুঁশিয়ারি
মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কোণঠাসা করতেই রথযাত্রার কর্মসূচি রয়েছে বিজেপির। বঙ্গ ভোট রাজনীতির পারদ চড়াতে এরপর এক এক করে তাবড় কর্মসূচির বাউন্সার ময়দানে রাখছে বিজেপি। যারমধ্যে অন্যতম হল রথযাত্রা, যার নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। এদিকে, এই পরিবর্তন যাত্রা নিয়ে মুখ খুলে কৈলাস বিজয়বর্গীয় কী বলেছেন , দেখা যাক।

কৈলাস বিজয়বর্গীয়র বার্তা
মূলত, উত্তরবঙ্গে বিজেপির স্ট্র্যাটেজি নির্ধারিত করতে দলের একাধিক নেতার সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসেন কৈলাস বিজয়বর্গীয়। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, বাংলা জুড়ে ৫বটি রথযাত্রা হবে। তার মধ্যে একটি হবে উত্তরবঙ্গে। তিনি জানান, সমস্ত বিধানসভা আসনেই রথযাত্রার পরিকল্পনা ছিল বিজেপির।

রথযাত্রায় অনুমতি না আসলে?
কৈলাস বিজয়বর্গীয় জানান, রথযাত্রায় অনুমতি না আসলে কী করা হবে? এই প্রশ্নের মুখে পড়তেই কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'আমাদের আশা রাজ্য সরকার রথযাত্রার অনুমতি দেবে। অনুমতি না দিলে মানুষের মধ্যে আক্রোশ তৈরি হয়।' তিনি জানান, তাঁর আশা যে তাঁরা রথযাত্রার অনুমতি নিয়েই এই পথে এগিয়ে যাবেন।

নেতাদের হেলিকপ্টার ল্যান্ডিং নিয়ে বার্তা
রথযাত্রার পাশাপাশি, রাজ্যে আগত বিজেপি নেতারা যাতে সঠিক জায়গায় হেলিকপ্টার অবতরণ করে নিতে পারেন, তার জন্যও প্রয়োজনীয় অনুমতি তাঁরা পাবে বলে আশা প্রকাশ করেন কৈলাস বিজয়বর্গীয়।

রথযাত্রা ও বাংলা
শোনা যাচ্ছে, অনুমতি পেলেই আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যে রথযাত্রা বের করবে বিজেপি। আর তা উত্তরবঙ্গ থেকে শু রু হবে বলে খবর। বিজেপি সূত্রের খবর খুব শিগগিরই এই নিয়ে কর্মসূচি জানাবে দল।

প্রধান শত্রু বিজেপি! ভিক্টোরিয়ায় 'জয় শ্রীরাম' কাণ্ডে মমতার পাশে থেকে বার্তা বুদ্ধিজীবীদের একাংশের