'ডায়মন্ড হারবারের ঘটনায় সরাসরি জড়িত মমতা-অভিষেক, ক্ষমা করবে না বাংলা'
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। ইতিমধ্যেই নাড্ডার কনভয়ে হমলার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তলব করা হয়েছে রাজ্যের ডিজিপি এবং মুখ্য সচিবকে।

কৈলাশ বিজয়বর্গীয়র বক্তব্য
এই পরিস্থিতিতে এদিন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, 'আমি ১০০ শতাংশ নিশ্চিত যে ডায়মন্ড হারবারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত। আমরা কোনও আন্দোলন করলেই আমাদের দিকে পুলিশ পেলেট গান ছোড়ে। কিন্তু যখন তৃণমূলের গুন্ডারা কোনও অরাজকতা ছড়ায়, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এটার অর্থ, মমতা, অভিষেকের মতেই সবটা হচ্ছে।'

কী ঘটেছিল শুক্রবার?
গতকাল সকালে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয়৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে৷ সেখানে তাঁর কনভয়ে হামলা চালানো হয়৷

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে
অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয়৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ইটের আঘাতে কাঁচ ভাঙে কৈলাশ বিজয়বর্গীয়র গাড়ির৷ এই ঘটনায় শুক্রবারই রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক৷

ঘটনার উপর নজর রাখছে কেন্দ্র
গোটা ঘটনায় রাজ্য়পালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল। তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

অমিত শাহর আগে আগামীকালই রাজ্যে মোহন ভাগবত! হঠাৎ কেন বাংলায় আরএসএস প্রধান?