For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাতেও নাগরিকত্ব যাচাই! মমতার বিরুদ্ধে তোষণ-রাজনীতির অভিযোগ কৈলাশের

বাংলাতেও জাতীয় নাগরিক পঞ্জি করে বাংলাদেশিদের গলাধাক্কা দেবেন বলে হঙ্কার ছেড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও শোনালেন বাংলায় এনআরসি করার কথা।

Google Oneindia Bengali News

বাংলাতেও জাতীয় নাগরিক পঞ্জি করে বাংলাদেশিদের গলাধাক্কা দেবেন বলে হঙ্কার ছেড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনিও শোনালেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় এনআরসি করার কথা।

বাংলাতেও নাগরিকত্ব যাচাই! মমতার বিরুদ্ধে তোষণ-রাজনীতির অভিযোগ কৈলাশের

মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তোষণ-রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কৈলাশ বিজয়বর্গীয়। এ রাজ্যেও বহু 'অনুপ্রবেশকারী' রয়েছে, তাঁদের ঘরে পাঠানোর ব্যবস্থা করবে বিজেপিই। আগামীদিনে এ রাজ্যেও ক্ষমতায় আসবেন তাঁরা। তারপরই বাংলাতে জাতীয় নাগরিক পঞ্জি রূপায়িত করে বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।

দিলীপ ঘোষ বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা থেকে গলা ধাক্কা দিয়ে তাড়ানো হবে ভিনদেশিদের। সেইসঙ্গে গলা ধাক্কা বাংলা থেকে বের করে দেওয়া হবে তাঁদেরও, যাঁরা অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াবেন। কৈলাশ বিজয়বর্গীয় অবশ্য সেই হুঁশিয়ারি দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের উপর তোষণকারী তকমা লাগিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ নাম বাদ পড়ার পরই জাতীয় রাজনীতি উত্তাল হয়ে ওঠে। রাজ্য-রাজনীতিতেও এর সমান প্রভাব পড়ে। এ প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে বিজেপির মুণ্ডপাত করে কংগ্রেস, সিপিএম-সহ বামদলগুলিও।

[আরও পড়ুন:দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি! দিল্লি থেকে বিজেপিকে নিশানা মমতার][আরও পড়ুন:দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি! দিল্লি থেকে বিজেপিকে নিশানা মমতার]

অসমে জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতা করে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসব আসলে বিজেপির নির্বাচনী গেমপ্ল্যান। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগকে খণ্ডন করে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ থেকে কৈলাশ বিজয়বর্গীয়-রা।

[আরও পড়ুন:'বাঙালি বিরোধী' বিজেপির বিরুদ্ধে বিধানসভায় ভিন্ন চিত্র, শাসক-বিরোধী জোটবদ্ধ][আরও পড়ুন:'বাঙালি বিরোধী' বিজেপির বিরুদ্ধে বিধানসভায় ভিন্ন চিত্র, শাসক-বিরোধী জোটবদ্ধ]

English summary
BJP observer Kailash Vijayvargiya has also fixed attack to Mamata Banerjee on NRC of Bengal. He says that when will BJP come in power, they will do NRC and oust refugees from Bengal. That is said by Dilip Ghosh one day before,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X