For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারটাই ভুয়ো হয়ে গিয়েছে! ‘বিশ্ববাংলা’-বিতর্কে তোপ দিলীপ-কৈলাশদের

বিশ্ববাংলা বিতর্কটা উসকে দিয়েছিলেন মুকুল রায়। এদিন সেই বিতর্কে নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবারই বিজেপিতে আত্মপ্রকাশের মঞ্চ থেকে বিশ্ববাংলা বিতর্কটা উসকে দিয়েছিলেন মুকুল রায়। এদিন সেই বিতর্কে নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি বলেন, 'মুকুল রায় এতদিন ওই দলেই ছিলেন। তাই বিশ্ববাংলা হোক বা তৃণমূলের যে কোনও দুর্নীতি তিনি ভালোই জানবেন।' এটা সম্পূর্ণ মুকুল রায় আর তৃণমূলের ব্যাপার বলেও তিনি মন্তব্য করেন।

‘বিশ্ববাংলা’-বিতর্কে তৃণমূলকে তোপ দিলীপ-কৈলাশদের

তিনি এই প্রসঙ্গে সরকারকে আক্রমণ করে বলেন, 'রাজ্যের সরকারটাই ভুয়ো হয়ে গিয়েছে। বিশ্ববাংলা মানে তো এখন শুধু ডেঙ্গি, চিটফান্ড, ভুয়ো ডাক্তার, ভুয়ো জবকার্ডের কাজ কারবার হয়ে থাকে, তাহলে সেই বিশ্ববাংলার কোনও দরকার নেই।' সেইসঙ্গে তিনি বলেন, 'আমাদের হাতেও বেশ কিছু তথ্য এসেছে। সেসব সময় হলেই প্রকাশ করব।'

এদিন মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন, 'গুজরাটে প্রচারে যাচ্ছেন মুকুল রায়। তিনি ফিরে বাংলার জেলায় জেলায় সভা করবেন। এখনই তৃণমূলের অনেক কর্মী বসে পড়েছেন, তাঁরা বিজেপিতে যোগ দেবেন। পাহাড়েও সভা করবেন তাঁরা। সভা করবেন জঙ্গলমহলেও।'

এদিকে বিশ্ববাংলা বিতর্ক নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, 'সরকারের হাতের যদি প্রমাণ থাকে তারা আদালতে যাক। প্রয়োজনে মুকুলবাবুর বিরুদ্ধে মামলা করুক। মুকুলবাবু তো চ্যালেঞ্জ করেছেন সরকারকে। চ্যালেঞ্জ করে জানিয়েছেন ওনার কাছে সমস্ত নথি রয়েছে, প্রমাণ হাতে নিয়েই তিনি কথা বলছেন। আর মঞ্চে তো সে কাগজ তিনি দেখিয়েওছেন।'

English summary
Dilip Ghosh attacks TMC Government in Biswa Bangla issue. Kailash vijayvargiya warns to produce proof.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X