For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়ুন মমতাদিদি, পত্রবোমার আড়ালে পরামর্শও কৈলাশের

বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়ুন মমতাদিদি, পত্রবোমার আড়ালে পরামর্শও কৈলাশের

  • |
Google Oneindia Bengali News

এবার মমতাকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। এর আগে রাজ্যপাল থেকে শুরু করে কেন্দ্রের দল চিঠির বন্যা বইয়ে দিয়েছেন। বঙ্গ বিজেপির পক্ষ থেকে পত্রবোমা ছোঁড়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। সেই পত্রবোমায় বিজেপি পর্যবেক্ষক অভিযোগ জানালেন করোনায় তথ্য চাপা নিয়ে।

পরিসংখ্যান লুকনো বন্ধ করুন মুখ্যমন্ত্রী

পরিসংখ্যান লুকনো বন্ধ করুন মুখ্যমন্ত্রী

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সময় এখন। এই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে হবে। এখানে তথ্য লুকিয়ে কোনও লাভ নেই। বরং তাতে ক্ষতিই হবে। তাই অবিলম্বে পরিসংখ্যান লুকনো বন্ধ করুন। সঠিক পরিসংখ্যান তুলে ধরুন মানুষের কাছে।

বিজেপির সঙ্গে লড়াই বন্ধ করুন

বিজেপির সঙ্গে লড়াই বন্ধ করুন

একইসঙ্গে তিন পাতার চিঠিতে তিনি লেখেন, এই করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজনীতির খেলা বন্ধ করুন। এ রাজ্যের জন্য আপনাকেই লড়তে হবে। বিজেপির সঙ্গে লড়াই বন্ধ করে দয়া করে লড়ুন ভাইরাসের বিরুদ্ধে। তবেই করোনা ভাইরাসকে হারিয়ে আমরা যুদ্ধ জয় করতে পারব।

দিলীপেরও নিশানায় মমতা

এর আগে এই মর্মে মু্খ্যমন্ত্রীকে একহাত নেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। এখন নিজেই নিজের কাছে ধরা পড়ে পালাতে চাইছেন করোনার বিরুদ্ধে লড়াই থেকে। সেই কারণেই তিনি ক্যবিনেট কমিটি গঠন করেছেন। সেই কমিটির উপর দায়িত্ব চাপিয়ে তিনি সরতে চাইছেন।

সময় এসেছে, প্রকৃত সংখ্যা প্রকাশ করুন

মুখ্যমন্ত্রীর নিন্দা করে বলেন, অযথা রাজনীতি করতে তিনি করোনা সংক্রান্ত তথ্য চাপছেন। কেন্দ্রের করোনা আপডেটের সঙ্গে তাই ফারাক রাজযের আপডেটের। দিলীপের অভিযোগ, রাতের অন্ধকারে অনেক করোনার সংক্রমণে মৃতের দেহ দাহ করা হয়েছে। এসব করা হয়ছে প্রকৃত সংখ্যা চেপে রাখতেই। এবার সময় এসেছে, প্রকৃত সংখ্যা প্রকাশ করুন।

রাজ্যে লকডাউন কতদিন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! সোমবার থেকে গ্রিন জোনে কাজ শুরুরাজ্যে লকডাউন কতদিন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! সোমবার থেকে গ্রিন জোনে কাজ শুরু

English summary
Kailash Vijayvargiya criticizes CM Mamata Banerjee with statistics of corona. He urges CM leaves fight against BJP, does fight against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X