For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরানো হচ্ছে কৈলাস বিজয়বর্গীয়কে! আসতে চলেছেন দক্ষিণের 'কড়া' নেতা

পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। সূত্রের খবর এমনটাই। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে পি মুরলিধর রাওকে।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। সূত্রের খবর এমনটাই। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে পি মুরলিধর রাওকে। তিনিই এবার থেকে বাংলার সংগঠনের দেখভাল করবেন। তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদকও ছিলেন। কৈলাস বিজয়বর্গীয়কে সরানো হলেও, তাঁকে মাঝেমধ্যে বাংলাক কাজে সময় দিতে বলেছে দিল্লির বিজেপি নেতৃত্ব।

স্বয়ংসেবক হিসেবে কাজ শুরু

স্বয়ংসেবক হিসেবে কাজ শুরু

পি মুরলিধর রাও সংঘের স্বয়ংসেবক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে বিজেপির হয়ে কাজ শুরু করেন তেলেঙ্গানায়।

দলের কাজে প্রথম দক্ষিণের বাইরে

দলের কাজে প্রথম দক্ষিণের বাইরে

দলের কাজে পিএম রাওকে এইবারই প্রথম পাঠানো হচ্ছে দক্ষিণের বাইরের কোনও রাজ্যে। বিজেপির অন্দরমহলে তিনি কড়া ধাঁচের নেতা হিসেবেই পরিচিত বলে সূত্রের খবর।

সাংবাদিকদের সঙ্গে ভাল সম্পর্ক

সাংবাদিকদের সঙ্গে ভাল সম্পর্ক

বিজেপি সূত্রের খবর, মৃদুভাষী হলেও, সাংবাদিকদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। কোন কাজে সংবাদ মাধ্যমকে কীভাবে ব্যবহার করতে হবে, তা তিনি ভাল করেই জানেন।

সরানো হচ্ছে অরবিন্দ মেননকেও

সরানো হচ্ছে অরবিন্দ মেননকেও

পিএম রাও পশ্চিমবঙ্গের দায়িত্ব নিলে সরানো হবে অরবিন্দ মেননকে। সূত্রের খবর অনুযায়ী, পিএম রাও বাংলায় কাজের সুবিধার জন্য একজন সহকারী পর্যবেক্ষক চেয়েছেন। সেক্ষেত্রে অরবিন্দ মেননের জায়গায় পিএম রাও-এর পছন্দের কাউকে বসানো হতে পারে। জানা গিয়েছে অরবিন্দ মেনন মাস খানেকের বেশি সময় ধরে অসুস্থ। এছাড়াও তাঁর কাজে সন্তুষ্ট ছিল না দিল্লির নেতৃত্ব।

English summary
Kailash Vijayvarghiya will be replaced by PM Rao
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X