For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুর্সি দিদির, রাজ ভাইপোর! নাম না করে অভিষেকের চশমা ও জুতোর দামের হদিশ দিলেন কৈলাশ

কুর্সি দিদির, রাজ ভাইপোর! নাম না করে অভিষেকের চশমা ও জুতোর দামের হদিশ দিলেন কৈলাশ

  • |
Google Oneindia Bengali News

আম্বেদকর নয়, রাজ্যে চলেছে ভাইপোর সংবিধান। এদিন রেডরোডে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvarghiya) । এই সভা থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিনীতি নিয়ে দ্বিচারিতা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

আম্বেদকর নয়, রাজ্যে চলছে ভাইপোর সংবিধান

আম্বেদকর নয়, রাজ্যে চলছে ভাইপোর সংবিধান

৬ ডিসেম্বর দিনটি সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের মৃত্যু দিন। সেই দিনেই রাজ্যে তফশিলিদের ওপর হামলার অভিযোগ করে রেডরোডে প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে হামলায় মৃত্যুর অভিযোগ করে একাধিক পরিবারকে সেখানে হাজির করানো হয়েছিল। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বাংলাকে বাঁচাতে প্রাণ দিচ্ছেন বিজেপি কর্মীরা। রাজ্যে আম্বেদকর নয়, রাজ্যে চলছে ভাইপোর সংবিধান চলছে বলেও কটাক্ষ করেন তিনি। কৈলাশ বিজয়বর্গীয়ের আরও অভিযোগ রাজ্যে বিরোধীদের সম্মান নেই, দমনের চেষ্টা চলছে।

কয়লা চোর, বালি চোর ভাইপো

কয়লা চোর, বালি চোর ভাইপো

বিজেপি নেতারা তাঁকে ভাইপো বলে আক্রমণ করেন। কিন্তু অভিষেক নামে কেউ কিছু বলেন না। বললে, ফের তাঁদের তিনি আদালতে নিয়ে যাবেন। গত রবিবার সাতগাছিয়ায় একথা বলেছিলেন তিনি। এরপরেই সৌমিত্র খানের মতো নেতারা অভিষেক চোর, অভিষেক ডাকাত বলে আক্রমণ করেছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে ফের একবার ভাইপো বলে আক্রমণ শানালেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন কয়লা চোর, বালি চোর বলতে সবাই ভাইপোর দিকে হাত তুলছেন।

দুর্গাপুজোয় বাধা

দুর্গাপুজোয় বাধা

এদিন কৈলাশ বিজয়বর্গীয় ফের রাজ্যে দুর্গাপুজোর বাধা দেওয়ার অভিযোগ তুললেন। তিনি বলেন, দুর্গাপুজোয় বাধা দিয়ে মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যে লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বহিরাগত প্রশ্নে আক্রমণ

বহিরাগত প্রশ্নে আক্রমণ

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলে আক্রমণ করেছিলেন। এনিয়ে ফের একবার কৈলাশ বিজয়বর্দীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত হলে, রোহিঙ্গারা কী?

 কুর্সি দিদির, রাজ ভাইপোর

কুর্সি দিদির, রাজ ভাইপোর

তিনি বলেন, কুর্সি দিদির হলেও রাজ্যে ভাইপোর রাজ চলছে। কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চশমা ব্যবহার করেন, তার দাম ২৫ লক্ষ টাকার। আর তিনি যে জুতো পরেন তার দাম ৭৫ হাজার টাকার। এদিকে দিদি যে চটি পরেন তার দাম হল ৭৫ টাকার। যা নিয়ে তিনি কটাক্ষ করেন। এদিন কৈলাশ বিজয়রবর্গীয় বলেন, কৃষিনীতি নিয়ে দ্বিচারিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কৃষি আইনের বিরোধিতা করছেন দিদি, সেই ধরনের আইন রাজ্যে আগেই রয়েছে বলে দাবি করেন তিনি।

কালীঘাটের টালির ছাদের নিচে জমা হচ্ছে কাটমানি! শুভেন্দু গড়ে দাঁড়িতে মমতাকে আর যা বললেন দিলীপকালীঘাটের টালির ছাদের নিচে জমা হচ্ছে কাটমানি! শুভেন্দু গড়ে দাঁড়িতে মমতাকে আর যা বললেন দিলীপ

English summary
Kailash Vijayvarghiya criticises Abhishek Banerjee on different issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X