খড়্গপুর বিধানসভা উপনির্বাচনের জন্য তৈরি প্রশাসন
সোমবার ভোটগ্রহণ খড়্গপুর বিধানসভা উপনির্বাচনের। এই ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে করাতে উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন । রবিবারই ভোট নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী, ইভিএম সহ অন্যান্য জিনিস নিয়ে বুথে চলে গিয়েছেন ভোট কর্মীরা।

জেলার প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ভোটার ২২৫৬২৩ জন। বুথ ২০৫টি । এখানে ভোট করানোর জন্য এসেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । তাদের মোতায়েন করা হচ্ছে ২০৫টি বুথেই। বাকি বুথগুলিতে পাহারায় থাকবে রাজ্য পুলিশ । এর মধ্যে দশটি বুথ হচ্ছে মহিলা পরিচালিত ।
খড়গপুর শহরে ঢোকার যে সব রাস্তা আছে ও যে সব এলাকায় গন্ডগোলের আশঙ্কা আছে সেই সব রাস্তায় ও এলাকায় বাড়তি নজরদারি ও টহল দেওয়া হচ্ছে । খড়গপুরের মহকুমা শাসক বৈভব তেওয়ারি ও অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে গ্রহণ করার জন্য তারা সব ধরনের উদ্যোগ নিয়েছেন।