For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলকে নিয়ে গা গুলোয়, সঙ্গে তৃণমূলের আরও দুই বুদ্ধিজীবীকে নিশানা! এবার কি 'অন্য পথে' কবীর সুমন

বাবুলকে নিয়ে গা গুলোয়, সঙ্গে তৃণমূলের আরও দুই বুদ্ধিজীবীকে নিশানা! এবার কি 'অন্য পথে' কবীর সুমন

  • |
Google Oneindia Bengali News

গত সাত বছরে নরেন্দ্র মোদীর প্রশংসা থেকে সিএএ, এনআরসি নিয়ে কথাা বলা বাবুল সুপ্রিয় (babul supriyo) তৃণমূলে (trinamool congress) যোগ দেওয়ায় আড়ালে আবডালে অনেকেই অসন্তুষ্ট। তবে কেউ কেউ সরাসির তাঁদের ক্ষোভ ব্যক্ত করেছেন। তাঁদের মধ্যে প্রথম যে নামটি উঠে এলেছে, তিনি হলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন (kabir suman)।

বাবুলকে কটাক্ষ

বাবুলকে কটাক্ষ

বাবুল সুপ্রিয় রাজনৈতিক সুর বদল করলেও, এই মুহূর্তে তাঁর সঙ্গে সুর মেলাতে রাজি নন, অপর সঙ্গীত শিল্পী কবীর সুমন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ে বাবুলের ভূমিকার কটাক্ষ করেছেন তিনি। ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, বিজেপি সাংসদ ও মন্ত্রী শ্রীযুক্ত বাবুল সুপ্রিয় কিছুকাল আগে আমায় নিয়ে ফেসবুকে ঠাট্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে স্থুল ইঙ্গিতপূর্ণ কথা লিখে। লিখেছিলেন "আপনার মমতাময়ী"। আমি তাঁকে কোনও কটুক্তি করিনি।
আজ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সশব্দে। তৃণমূলের বড় বড় নেতা তাঁকে বরণ করে নিয়েছেন। আমি তৃণমূলের সমর্থক। সদস্য নই। তৃণমূল দল কাকে টেনে নেবেন সেটা একান্তই তাঁদের ব্যাপার।
শুধু, "আপনার মমতাময়ী" বলে গায়ে পড়ে বিদ্রুপ করা এই মুস্লিমবিদ্বেষী, এন আর সি পন্থী, বাংলা ও বাঙালি বিদ্বেষী বাবুল সুপ্রিয় মহোদয় এখন "তাঁর মমতাময়ী" সম্পর্কে কী ভাবছেন তৃণমূলে তাঁর কাছের মানুষরা হয়তো জানতে চাইছেন । ( ফেসবুক পোস্ট অবিকৃত রেখে)

নিশানায় আরও দুই

নিশানায় আরও দুই

কবীর সুমনের নিশানায় রয়েছেন এই মুহূর্তে তৃণমূলপন্থী বলে পরিচিত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তাঁদের সম্পর্কে কবীর সুমন লিখেছেন, আমাকে যাঁরা স্রেফ গায়ে পড়ে অপমান করে গেছেন, যেমন শ্রী নচিকেতা চক্রবর্তী এবং শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায় - তাঁদের সঙ্গে আর-একটি নাম যুক্ত হলো। এই তিনজনের একজনকেও আমি অপমান বা আক্রমণ করিনি। তিনজনেই গায়ে পড়ে আমায় অপমান করেছেন। ২০০৫/৬ সাল থেকে দীর্ঘকাল সি পি আই এম বিরোধী গণ আন্দোলনে সামিল ছিলাম। এঁরা?
যা বুঝলাম যে যখন চাইবে আমায় অপমান করবে এই রাজ্যে। কিন্তু ইংরিজিতে একটা কথা আছে : "Every dog has his day." আমার দিনও আসবে। কোনও দল বা নেতারা যেন না ভাবেন আমি দুর্বল এবং একা। আমি দুর্বলও নই একাও নই। আত্মমর্যাদার ওপরে কিছুই নয়, কেউ নয়। ফেরত দিয়ে তবে মরব। আমার বয়স হয়ে গেছে, কিন্তু এখনও দুর্বল নই। এবং আমি একা নই। যা পেয়েছি তা ফেরত দিয়ে তবে মরব। ( ফেসবুক পোস্ট অবিকৃত রেখে)

 এবার কি নতুন করে সমাজতন্ত্রের পথে?

এবার কি নতুন করে সমাজতন্ত্রের পথে?

অপর একটি পোস্টে কবীর সুমন লিখেছেন, আমি রাজনীতির লোক নই। রাজনীতিতে থেকে দেখেছি ওটা আমার জায়গা নয়। তবু, আজ জীবনে প্রথম মনে হচ্ছে একটা দল খুলি। যার ভিত্তি হবে অহিংসা, ধর্মনিরপেক্ষতা, বাংলাবাদ আর সমাজতন্ত্র।
আমি ক্রুদ্ধ হইনি। তেমন অবাকও হইনি। শুধু বুঝতে পারছি আমার মতো লোকদের আসলে কোনও জায়গা নেই। কিন্তু আদ্যন্ত শ্রীরামকৃষ্ণবাদী এই আমি মনে করি ছোবল মারব না কিন্তু ফোঁস করব বৈকি।
চেষ্টা করতে হচ্ছে না, এমনিই মনে হচ্ছে আসানসোলের ইমাম রশিদির কিশোর ছেলের কথা যাঁকে মুসলিমবিদ্বেষী হিন্দুত্ববাদী ফাশিস্টরা খুন করেছিল। বিজেপি সাংসদ শ্রীযুক্ত বাবুল সুপ্রিয় তখন কী করছিলেন। কিছু না বলে কয়ে ছেড়ে দিতে পারছি না কিছুতেই। আমি রাজনীতির লোক নই। তাও। আমার সহনাগরিকরা, দোহাই আপনাদের - ভুলে যাবেন না। ভুলে গেলে অত্যাচারিতরা আবার অত্যাচারিত হবেন। জয় ইমাম রশিদি, জয় অহিংসা, জয় বাংলা। ( ফেসবুক পোস্ট অবিকৃত রেখে)

এই না হলে রাজনীতি

এই না হলে রাজনীতি

বর্তমান রাজনীতি, বিশেষ করে নাম না করে তৃণমূলের রাজনীতি নিয়ে কটাক্ষ কবীর সুমনের। অপর একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, একে বলে রাজনীতি। এই না হলে রাজনীতি। নতুন দল খুললেও এদের পরিবেশেই থাকতে হবে। গা গুলোয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে দুই শিল্পীর মধ্যে বিতর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে কবীর সুমনের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্লক করে দিয়েছিলেন, বলে নিজেই জানিয়েছিলেন বাবুল। এদিন সেইসব বিষয়ই তুলে ধরতে চেয়েছেন তিনি কবীর সুমন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kabir Suman targets Babul Supriyo on his joining in TMC as Babul allegedly made joke on him in Facebook.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X