For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলের ইমামকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন, শুনে নিন সেই গান

২৭ মার্চ আসানসোলে রামনবমির মিছিলের সময় নিখোঁজ হয়ে গিয়েছিল ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সিবতুল্লাহ রশিদি। ছেলের দেহ পাওয়ার পরও এলাকায় শান্তির আহ্বান জানান বাবা। তাঁকে নিয়েই গান কবীর সুমনের।

  • |
Google Oneindia Bengali News

২৭ মার্চ আসানসোলে রামনবমির মিছিলের সময় নিখোঁজ হয়ে গিয়েছিল ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সিবতুল্লাহ রশিদি। পরে তাঁর দেহ উদ্ধার হয়। ছেলের দেহ পাওয়ার পরও এলাকায় শান্তি আর ভালবাসার আহ্বান জানান বাবা স্থানীয় নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদি। সেই ইমামকে নিয়েই গান বাঁধলেন কবীর সুমন।

আসানসোলের ইমামকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন, শুনে নিন সেই গান

ইমাম বলেছিলেন, প্রতিশোধ নয়, বরং আসানসোলে শান্তি ফিরিয়ে আনাই প্রধান কাজ। প্রতিশোধ, প্রতিহিংসার পথে গেলে তিনি আসানসোল ছেড়ে চলে যাবেন বলেও জানিয়েছিলেন। মানুষকে শান্ত করতে ইমাম ইমদাদুল্লাহ রশিদি আরও বলেছিলেন, আসানসোল শান্তির এলাকা। সেখানে তিনি ৩০ বছরের বাসিন্দা। তিনি চান না এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। পুত্রশোকের মধ্যেও আসানসোলে শান্তি ফেরানোর কামনা করেন তিনি।

এবার ইমাম মাওলানা ইমদাদুল্লাহ রশিদিকে নিয়ে গান তৈরি বেঁধেছেন কবীর সুমন। তাঁর গানের প্রথম চারটি লাইন হল-
'১৬ বছরের ছেলেটাকে খুন করলে কজনে মিলে
মুসলিম বলে এতটা ঘেন্না কটা বুকে রেখেছিলে?
ইমাম ইমদাদুল্লাহ রশিদি ভারতের সম্মান
তাঁর নামে হাত ধরাধরি করো হিন্দু মুসলমান।'

গানটি ইতিমধ্যেই ইউটিউবে প্রকাশ করেছেন কবীর সুমন। গান গাওয়ার আগে তিনি বলেন, ইমাম রশিদির এই আদর্শ আমাদের প্রত্যেকের আদর্শ হওয়া দরকার।

English summary
Kabir Suman makes a song on Asansol Imam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X