For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবীন্দ্রসঙ্গীতের প্যারোডিতে দলবদল নিয়ে খোঁচা কবীর সুমনের

রবীন্দ্রসঙ্গীতের প্যারোডিতে দলবদল নিয়ে খোঁচা কবীর সুমনের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বর্তমান পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে অব্যাহত রয়েছে দল বদলের ধারা। সাম্প্রতিক কালে শুরু হওয়া এই দল বদল ইস্যু নিয়ে এবার দলবদল নিয়ে গান বাঁধলেন কবীর সুমন। রবীন্দ্রনাথের 'জাগরণে যায় বিভাবরী'-র সুরে তিনি গেয়েছেন 'দল ছাড়িলাম চুরি করি'।

রবীন্দ্রসঙ্গীতের প্যারোডিতে দলবদল নিয়ে খোঁচা কবীর সুমনের

রবীন্দ্রসঙ্গীতের প্যারোডি করে সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। নাম না করে সেই গানের মধ্যে দিয়ে তিনি নিশানা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে দল বদল করে বিজেপিতে যোগদানকারীদের।
গানের দুকলি পোস্ট করে তিনি বলেছেন,
'দল ছাড়িলাম চুরি করি ..
আবার লইবো পকেটও ভরি ..
বিজেপি ধরি !!'
মুহূর্তে সেই কয়েক লাইনের গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রবি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে গান পোস্টের পর তিনি আবার লিখেছেন, 'কেউ শুনুক না শুনুক আমি বাংলা খেয়াল তৈরি করে গেয়ে যাচ্ছি। আজও তৈরি করেছি এক নতুন রাগে নতুন এক বন্দিশ। জয় বাংলা ভাষা, বাংলা খেয়াল।'

প্রসঙ্গত, সমকালীন ইস্যু নিয়ে গান বাঁধায় তাঁর জুড়ি মেলা ভার। জঙ্গলমহল নিয়ে 'ছত্রধরের গান' থেকে সারদা কেলেঙ্কারি নিয়ে 'যা গেছে তা যাক' -- তাঁর গান বার বার রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। শাসকের অস্বস্তির কারণ হয়েছে। এ হেন কবীর সুমনের কটাক্ষের মুখে এবার দলবদলকারী রাজনীতিবিদরা।

English summary
Kabir suman hits party changers of tmc with rabindra sangeet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X