For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যাঁরা দল ছেড়ে যাচ্ছে ৩১শে মে'র পর কপাল চাপড়াতে হবে', শুভেন্দু ইস্যুতে জ্যোতিপ্রিয়র বার্তা

'যাঁরা দল ছেড়ে যাচ্ছে ৩১শে মে'র পর কপাল চাপড়াতে হবে', শুভেন্দু ইস্যুতে জ্যোতিপ্রিয়র বার্তা

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

যাঁরা দল ছেড়ে যাচ্ছে ৩১শে মে'র পর কপাল চাপড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ আসন নিয়ে ক্ষমতায় আসবে। এমন চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার বক্তব্য, শুভেন্দু ভুল করছে।

জ্যোতিপ্রিয়র বার্তা

জ্যোতিপ্রিয়র বার্তা

২০২১ সালের ৩১ মে পর যারা এখন দল ছাড়ছে, তারা তৃণমূল ভবনে ফের দরজার বাইরে লাইনে দাঁড়াবে। হাবড়ায় দুয়ারে সরকার প্রকল্পের প্রচারে বেরিয়ে মন্তব্য রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। মমতা ব্যানার্জি আমাদের 'মা' তাই মাকে ছেড়ে এভাবে চলে যাওয়া যায় না বলে দলছুটদের নিয়ে মন্তব্য জ্যোতিপ্রিয়র।

বঙ্গধ্বনী যাত্রায় এসে কয়েকশো দলীয় কর্মী

বঙ্গধ্বনী যাত্রায় এসে কয়েকশো দলীয় কর্মী

বৃহস্পতিবার বঙ্গধ্বনী যাত্রায় এসে কয়েকশো দলীয় কর্মীদের নিয়ে হাবড়া যশোর রোডে পদযাত্রায় এসে খাদ্যমন্ত্রী বললেন, 'আমার লিভারের নাম মমতা ব্যানার্জি, ফুসফুসের নাম মমতা ব্যানার্জি, হৃদয়ের নাম মমতা ব্যানর্জী'। আগামী নির্বাচনের জন্য যারা তৃনমূল ছেড়ে অন্যদলে যাচ্ছেন তারা মে মাসের পর ফের দলে আসার জন্য লাইন দেবেন এমনটাই দাবি খ্যাদ্যমন্ত্রীর।

প্রসঙ্গ শুভেন্দু অধিকারী

প্রসঙ্গ শুভেন্দু অধিকারী

'শুভেন্দু অধিকারী' দল ছাড়ার প্রসঙ্গে জ্যেতিপ্রিয় মল্লিক জানান, '২১৭ জন বিধায়ক তৃনমূল থেকে চলে গেলেও মমতা ব্যানার্জির কিছু যায় আসেনা। সমুদ্র থেকে দু-এক ঘটি জল এদিক-ওদিক হলে কিছু যায় আসেনা দলের। তৃনমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক যারা ছিলেন তারা সবাই রয়েছেন এখনো দলে। একুশে মমতা ব্যানার্জি ২৩০ টি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবেন।'

খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

পাশাপাশি খাদ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, 'হাবড়ায় কারও ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে দাঁড়াক। এটা রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের 'মা' তাই মাকে ছেড়ে এভাবে চলে যাওয়া যায়না। যারা মাকে ছেড়ে এভাবে চলে যাচ্ছেন তারা প্রকৃত ভাবে মায়ের (মমতার)সন্তান নয়, মত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

 নির্বাচনী'ফান্ডিং' নিশ্চিত করতে কৃষি আইন এনেছে বিজেপি! আইনের 'কপি' ছিঁড়ে বিধানসভায় বিস্ফোরক কেজরিওয়াল নির্বাচনী'ফান্ডিং' নিশ্চিত করতে কৃষি আইন এনেছে বিজেপি! আইনের 'কপি' ছিঁড়ে বিধানসভায় বিস্ফোরক কেজরিওয়াল

English summary
Jyotipriyo Mullick reacts on Suvendu Adhikari , Jiten Tiwari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X