দিলীপ ঘোষকে বড় বিপাকে ফেলতে চলেছেন জ্যোতিপ্রিয়! 'দেখতে চাই কত দম' বার্তা দিয়ে আইনি পথে খাদ্যমন্ত্রী
নীলবাড়ি দখলের লক্ষ্যে কার্যত তুঙ্গে রাজ্য রাজনীতির ময়দান। তৃণমূল ও বিজেপির যুযুধান দুইপক্ষের সংঘাতের মধ্যেই এবার মামলার পথে হাঁটলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


দিলীপের বিরুদ্ধে মামলা দায়ের
বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষের বিরুদ্ধে কটূ মন্তব্যের জন্য মামলা দায়ের করলেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। 'দেখতে চাই ওর কত দম' এই বক্তব্য দিলীপ ঘোষ প্রসঙ্গে রেখে জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ ' প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে যাচ্ছে। যে মন্তব্য করাও উচিত নয়। আমি ধারাবাহিকভাবে মামলা করে যাব। দেখতে চাই ওঁর কত দম।'

দিলীপের মন্তব্য প্রসঙ্গে জ্যোতিপ্রিয়
এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'উনি আমাদের চোর বানাচ্ছেন, চালচোর বলছেন। বলছেন যেখানে দাঁড়াবে , সেখানে হারাব। যে কথাগুলি বলছেন তা বন্ধ করতে হবে। নগর দায়রা আদালতে গিয়েছি। ২০ নম্বর হরফনামা দিয়েছি। কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, রাজনৈতিক দলের সভাপতি এমন মন্তব্য করতে পারেন না। '

বিজেপির বার্তা
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের দায়ের করা মামলায়র নিশানায় দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন, বনগাঁ বিজেপির সাধারণ সম্পাদও। তিনি বলেন, 'বিজেপি করি বলেই মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।'