For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-দিলীপদের ‘পাগলা-গারদে’ পাঠাতে হবে, ২০২১-এর আগে কড়া বার্তা জ্যোতিপ্রিয়র

এনআরসি-সিএএ’র প্রতিবাদে ফুটছে বাংলা। একদিকে প্রতিবাদের ঝড় উঠছে, অন্যদিকে সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা করছে বিজেপি। এই অবস্থায় দিলীপ ঘোষরা কু-কথার বাণ ছাড়ছেন প্রতিনিয়ত।

Google Oneindia Bengali News

এনআরসি-সিএএ'র প্রতিবাদে ফুটছে বাংলা। একদিকে প্রতিবাদের ঝড় উঠছে, অন্যদিকে সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা করছে বিজেপি। এই অবস্থায় দিলীপ ঘোষরা কু-কথার বাণ ছাড়ছেন প্রতিনিয়ত। বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিজেপির দিলীপ ঘোষ-মুকুল রায়দের বিরুদ্ধে গর্জে উঠলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

'পাগলা গারদ থেকে কিছু পাগল বেরিয়ে পড়েছে'

'পাগলা গারদ থেকে কিছু পাগল বেরিয়ে পড়েছে'

মমতার সভার পরই দিলীপ ঘোষ-মুকুল রায়রাও বনগাঁয় সভা করতে আসবেন। এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, পাগলা গারদ থেকে কিছু পাগল বেরিয়ে পড়েছে। ওঁদের ফের পাগলাগারদে ফেরত পাঠাতে হবে। ওঁরা আসছে, আসতে দিন। আমরা ওই পাগলদের পাগলা গারদে ফের পাঠানোর বন্দোবস্ত করছি।

গণতান্ত্রিক পথেই বিজেপিকে ফের জবাব

গণতান্ত্রিক পথেই বিজেপিকে ফের জবাব

এবার লোকসভায় বনগাঁর দখল নিয়েছে বিজেপি। তৃণমূলের মতুয়া ভোটে ভাগ বসিয়ে বিজেপি বাজিমাত করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মানুষ বুঝতে পেরেছেন তাঁরা কী ভুল করেছেন। আগামী দিনে মানুষ এর জবাব দেবে। গণতান্ত্রিক পথেই বিজেপিকে ফের জবাব দেবেন তাঁরা।

বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না

বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না

সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ওরা বাংলাটাকে অসমে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।

বাংলাটাকে অসমে পরিণত করতে দেবেন না

বাংলাটাকে অসমে পরিণত করতে দেবেন না

তিনি বলেন, এবার আমরা বাড়ি বাড়ি যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর থেকেই এই বাড়ি বাড়ি ভিজিট শুরু করে দেবেন তাঁরা। তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা মানুষকে বোঝাবে, বিজেপিকে বিশ্বাস করবেন না, তাহলে বাংলাটা অসমে পরিণত হবে।

কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাবোে তৃণমূল

কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাবোে তৃণমূল

জ্যোতিপ্রিয় বলেন, আমরা কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাব। মানুষকে বোঝাব, বিজেপি কীভাবে ভুল বোঝাচ্ছে। ওঁদের কথা মানলে কী ক্ষতি হতে পারে। এই বাংলাটাকে অসমে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ওঁদের রুখতে হবে। মানুষকে বোঝাতে হবে আপনাদের পাশে আছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নিন।

English summary
Jyotipriyo Mallick gives message to Mukul Roy and Dilip Ghosh. He attacks BJP leaders on their bad comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X