দিলীপের মাথার উপর সুপার সভাপতি হয়ে বসেছেন ধনখড় পাল! কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে একই বন্ধনীতে রেখে নিশানা করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি রাজ্যপালকে 'ধনখড় পাল' বলে কটাক্ষ করে তাঁকে রাজ্য বিজেপির সুপার সভাপতির আসন দিলেন, যাঁকে দিলীপ ঘোষের মাথার উপর বসানো হয়েছে।

দিলীপ ঘোষের স্থান রাঁচির পাগলা গারদে!
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দিলীপ ঘোষ একটা পাগল। কেন তাঁকে বিজেপি রাজ্য সভাপতি করে রেখেছে বুঝি না। তাঁর রাঁচির পাগলা গারদে স্থান হওয়ার উচিত বলে মন্তব্য করেন তৃণমূলের মন্ত্রী। তাঁর কথায়, দিলীপ ঘোষের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কোনওদিনও বাস্তবে রূপায়িত হবে না।

রাজ্যপাল বিজেপির সুপার সভাপতি!
রাজ্যপালকে তিনি বিজেপির সুপার সভাপতি বলে বর্ণনা করেন। জ্যোতিপ্রিয়র কথায়, রাজ্যপাল আর বলা যাবে না, বলতে হবে ধনখড় পাল। তিনি আসলে বিজেপির এজেন্ট। বিজে্পি তাঁকে দিলীপ ঘোষের মাথার উপরে সুপার সভাপতি করে বসিয়েছে। তাঁর কথাবার্তা কোনওটাই রাজ্যপালের মতো নয়। তিনি বিজেপি নেতার মতো কথা বলছেন।

রাজ্যপালকে ধনখড় পাল বলে কটাক্ষ জ্যোতিপ্রিয়র
এ বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জগদীপ ধনখড়কের সমালোচনা করে বলেন, তিনি একজন রাজ্যপাল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিলেন। তারপর তা ফাঁস করে দিলেন। এটা হয়। গোপন রিপোর্ট কখনও রাজ্যপাল মিডিয়ার সামনে ফাঁস করে দিতে পারে। তাহলে আপনারাই বলুন, উনি কি রাজ্যপালের কাজ করলেন। তাই ওনাকে ধনখড় পাল বলাই শ্রেয়।

রাজ্যপালের পাশাপাশি দিলীপকে একহাত জ্যোতিপ্রিয়র
জ্যোতিপ্রিয় মল্লিক একটা পরামর্শ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। তিনি বলেন, অবিলম্বে দিলীপ ঘোষের চিকিৎসা করানো উচিত। রাজ্যপাল আর দিলীপ ঘোষ দুটোই পাগল। আমরা পাগলদের কথার উত্তর দিই না। ওরা ঘরে বসে প্রেস কনফারেন্স করে, আর আমরা রাস্তায় নেমে মানুষের পাশে থাকি।