For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপিতে ১০০ বিধায়কের যোগ-জল্পনা অলীক স্বপ্ন, দু-একজন সন্দেহের ঊর্ধ্বে নয়'

ফের অর্জুনের নিশানায় তৃণমূল। ফের সেই একই তোপ। অর্জুনের হুঁশিয়ারি, একশো বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। তাঁরা লাইনে রয়েছেন, যোগদান স্রেফ অপেক্ষা মাত্র।

Google Oneindia Bengali News

ফের অর্জুনের নিশানায় তৃণমূল। ফের সেই একই তোপ। অর্জুনের হুঁশিয়ারি, একশো বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। তাঁরা লাইনে রয়েছেন, যোগদান স্রেফ অপেক্ষা মাত্র। আর অর্জুনের এই হুঁশিয়ারিকে নস্যাৎ করে জ্যোতিপ্রিয়র অভয়বাণী, একজন বিধায়ক যাবেন না। উল্টে তৃণমূল ছাড়ার জন্য হা-হুতাশ করতে হবে অর্জুন সিংকেই।

সব্যসাচীর অনুপস্থিতিতে জল্পনা

সব্যসাচীর অনুপস্থিতিতে জল্পনা

এদিন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত অনুপস্থিতি ছিলেন। তাঁর অনুপস্থিতিই ফের উসকে দেয় বিতর্ক। সদ্য দলত্যাগী বিধায়ক অর্জুনকে প্রশ্ন করতেই, তিনি লুফে নেন। বলেন, শুধু সব্যসাচী কেন, আরও একশো বিধায়ক অপেক্ষায় রয়েছেন। সবাই একে একে দল বদলাবেন। শুধু দেখতে থাকুন।

অর্জুনের তোপ, জ্যোতিপ্রিয়র পাল্টা

অর্জুনের তোপ, জ্যোতিপ্রিয়র পাল্টা

অর্জুনের এই কথার পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দু-একজন দল ছেড়েছেন। স্বার্থ চরিতার্ত করতেই তাঁরা দল ছেড়েছেন। সব্যসাচী গেলেও কিছু এসে যায় না। কেন না দলের সম্পদ তৃণমূলের কর্মীরাই। আর তৃণমূল ভাঙবে না, কারণ মানুষের মনে তৃণমূল রয়েছে, পরে তৃণমূল ছাড়ার জন্য অর্জুনকেই পস্তাতে হবে। ২৩ তারিখের পরই মাথা ঠুকতে হবে মাটিতে।

দুর্নীতিবাজ তোপ দাগেন অর্জুন

দুর্নীতিবাজ তোপ দাগেন অর্জুন

এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতিবাজ বলেও তোপ দাগেন অর্জুন। তৃণমূল চেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক বলেন, খাদ্যমন্ত্রীর দুর্নীতির ফাইল প্রস্তুত আছে। সেইসব ফাইল বের করা হবে। ওনার উচ্চতার সমান ফাইল। সব তদন্ত হবে। শুধু অপেক্ষা করুন।

[আরও পড়ুন: নীরবে কংগ্রেসে প্রবেশ বিজেপি ফেরত লক্ষ্মণের! প্রার্থী হিসেবে নাম প্রস্তাবে জোর জল্পনা ][আরও পড়ুন: নীরবে কংগ্রেসে প্রবেশ বিজেপি ফেরত লক্ষ্মণের! প্রার্থী হিসেবে নাম প্রস্তাবে জোর জল্পনা ]

গাঁয়ে মানে না আপনি মোড়ল কটাক্ষ জ্যোতিপ্রিয়র

গাঁয়ে মানে না আপনি মোড়ল কটাক্ষ জ্যোতিপ্রিয়র

পাল্টা খাদ্যমন্ত্রী বলেন, ওর শিক্ষাগত যোগ্যতা নেই। কাকে কী বলতে হয়, সেই জ্ঞানটুকুও নেই। ও তো গাঁয়ে মানে না আপনি মোড়ল। ২৩ মের পর তাও থাকবে না। আর দুর্নীতি নিয়ে তো দাদার শেখানো বুলি আওড়াচ্ছে, চাইলে রাষ্ট্রপতিকে দিয়ে তদন্ত করাক।

[আরও পড়ুন: লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন বিজেপির রাজ্য সহ সভাপতি ][আরও পড়ুন: লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন বিজেপির রাজ্য সহ সভাপতি ]

English summary
Jyotipriyo Mallick counters Arjun Singh’s 100 MLA demand. He also gives message to Sabtasachi Dutta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X