For Quick Alerts
For Daily Alerts
স্টেট লিগাল সার্ভিস অথোরিটির নতুন চেয়ারম্যান বিচারপতি দীপঙ্কর দত্ত
কলকাতা স্টেট লিগাল সার্ভিস অথোরিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। আগে এই পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

শনিবার জুডিশিয়াল একাডেমিতে স্টেট লিগাল সার্ভিস অথরিটির বাৎসরিক অনুষ্ঠানে একথা জানান স্টেট লিগাল সার্ভিস অথরিটি পক্ষ থেকে মেম্বার সেক্রেটারি দুর্গা খৈতান। এ বছরের শ্রেষ্ঠ আইনি পরিষেবার জন্য উত্তর ২৪ পরগণা জেলা আদালতকে পুরস্কার করা হয়েছে। শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন কল্লোল মন্ডল। শ্রেষ্ঠ প্যারালিগাল ভলেন্টিয়ার নিযুক্ত হন মিন্টু কুন্ডু।
এদিন বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ, বিচারপতি দীপঙ্কর দত্ত এছাড়াও স্টেট লিগাল সার্ভিস অথরিটি পক্ষ থেকে মেম্বার সেক্রেটারি দুর্গা খৈতান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।