For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা সবাই লক্ষ্মী ছেলে', মমতা-স্পর্শে নয়া স্লোগানেই কর্মবিরতি প্রত্যাহার ডাক্তারদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে জুনিয়র চিকিৎকদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। খুশি মমতা বন্দ্যোপাধ্যায়, খুশি ডাক্তাররা। সাতদিনের জট কাটল মাত্র দেড় ঘণ্টায়।

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে জুনিয়র চিকিৎকদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। খুশি মমতা বন্দ্যোপাধ্যায়, খুশি ডাক্তাররা। সাতদিনের জট কাটল মাত্র দেড় ঘণ্টায়। এই মধুরেণ সমাপয়েতের পর বৈঠক থেকে বেরিয়েই যুদ্ধ জয়ের উচ্ছ্বাস জুনিয়র ডাক্তারদের মধ্যে। বৈঠকে যোগদানকারী ডাক্তারদের কাঁধে তুলে তাই স্লোগান উঠল- আমরা সবাই লক্ষ্মী ছেলে। তারপরই এনআরএস থেকে ঘোষণা করা হল কর্মবিরতি প্রত্যাহারের।

আমরা সবাই লক্ষ্মী ছেলে, মমতা-স্পর্শে এনআরএসে নয়া স্লোগান, যেন যুদ্ধজয়ের উচ্ছ্বাস

হঠাৎ কেন এমন স্লোগান? তার ব্যাখ্যাও দিলেন জুনিয়র ডাক্তাররা। তখন ফুল ছড়ানো হচ্ছে তাঁদের মাথায়। এক ডাক্তার বললেন, দিদি আমাদের বহিরাগত থেকে লক্ষ্মী ছেলে করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, তোমরা সবাই লক্ষ্মী ছেলে, খুব ভালো করে কাজ কর। তাতেই খুশি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা।

নবান্নে তাঁরা আভাস দিয়েই গিয়েছিলেন যে এবার কর্মবিরতি উঠতে চলেছে। এখন শুধু এনআরএসে গিয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করার কাজটা বাকি। ফলে মঙ্গলবার থেকে আবার স্বাভাবিক হবে কাজকর্ম। এদিকে]জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নেওয়ার আশ্বাস দিতেই, পরিবহ মুখোপাধ্যায়কে নিউরো সায়েন্সে দেখতে যান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন কোনও চিকিৎসক অত্যাচারিত হলে সঙ্গো সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার থেকে সব সরকারি হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হবে। কলকাতার হাসপাতালের নজরদারির ক্ষেত্রে একজন করে এবং প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার থাকবেন।

English summary
Junior Doctors raises slogan ‘Lakhsmi Chele’ after CM’s meeting. They change into ‘lakshmi chele’ (good boy) from outsider,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X