For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই সরকারি নির্দেশনামার বিরোধিতায় ফের কলোরব যাদবপুরে, আটকে উপাচার্য

ফের কলোরব যাদবপুরে। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে ক্যাম্পাসে আটকে উপাচার্য। ছাত্র সংসদ ভেঙে দিয়ে কাউন্সিল গঠন করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তারই বিরোধিতায় ছাত্রছাত্রীরা

  • |
Google Oneindia Bengali News

ফের কলোরব যাদবপুরে। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে ক্যাম্পাসে আটকে উপাচার্য।

ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে অশান্তি ঠেকাতে ছাত্র সংসদ ভেঙে দিয়ে কাউন্সিল গঠন করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশনামারই বিরোধিতা করছে যাদবপুরের ছাত্রছাত্রীরা। বলা ভাল ইঞ্জিনিয়ারিং, আর্টস ও সায়েন্স বিভাগের তিন ছাত্র সংসদই সরকারের নির্দেশনামার বিরোধিতায় এনিয়ে আন্দোলনে নেমেছে।

এই সরকারি নির্দেশনামার বিরোধিতায় ফের কলোরব যাদবপুরে

রাজনৈতিক পরিচয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া যাবে না। এমনটাই সরকারি মত হলেও, ছাত্রছাত্রীদের বক্তব্য মতাদর্শগত বিরোধিতা ছাত্রাবস্থাতেই গড়ে ওঠে। তাই যাদবপুরের সবকটি ছাত্র সংসদই সরকারি নির্দেশনামার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ছাত্রদের পাশে রয়েছে শিক্ষক সংগঠন জুটাও। উল্লেখ্য যাদবপুরের তিনটি ছাত্র সংসদের কোনওটিই তৃণমূলের দখলে নেই।

এই সরকারি নির্দেশনামার বিরোধিতায় ফের কলোরব যাদবপুরে

যাদবপুরের এসএফআই নেত্রী ত্রিপর্ণার অভিযোগ, তৃণমূলের কোনও রাজনৈতিক দাদার হাতে যাদবপুরের ক্ষমতা না থাকায়, ছাত্র সংসদ ভেঙে ঘুর পথে কাউন্সিলের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল। যদিও সরকারি মহলের বক্তব্য, শিক্ষা কেন্দ্রগুলিতে পড়াশোনায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই কাউন্সিল গঠনের নির্দেশিকা।

English summary
JU Vice Chancellor stuck in the campus due to student movement against govt order regarding student election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X