For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মমতার ডেরায় থাবা বসাচ্ছে বিজেপি, ভবানীপুরে গৃহ-সম্পর্ক কর্মসূচিতে জেপি নাড্ডা

এবার মমতার ডেরায় থাবা বসাচ্ছে বিজেপি, ভবানীপুরে গৃহ-সম্পর্ক কর্মসূচিতে জেপি নাড্ডা

Google Oneindia Bengali News

এবার বিজেপির নজর পড়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ৮ ডিসেম্বর সেখানে দেখা যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। একেবারের মমতার ডেরায় ঢুকে হল্লাবোল করতে চাইছে বিজেপি। তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচির পাল্টা গৃহ সম্পর্ক কর্মসূচি শুরু করেছে বিজেপি। তাতেই এবার ভবানীপুরকে টার্গেট করেছেন জেপি নাড্ডারা।

ভবানীপুরে বিজেপির কর্মসূচি

ভবানীপুরে বিজেপির কর্মসূচি

এবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরকে টার্গেট করেছে বিজেপি। ভবানীপুের গৃহ-সম্পর্ক কর্মসূচিতে যোগ দিচ্ছেন জেপি নাড্ডা। মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি ঘুরে মোদীর উন্নয়নের কাজের প্রচার করবেন জেপি নাড্ডা। ৮ তারিখ তাঁর এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে চায়ে পে চর্চাতেও যোগ দেবেন। এছাড়া মধ্যাহ্ন ভোজনের কথাও রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।

মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজন

মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজন

অমিত শাহ রাজ্যে এসে দলিত ভোটের রাজনীতি উস্কে দিয়েছিলেন। আদিবাসী পরিবার ও মতুয়া বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন তিনি। সেই পথেই এগোচ্ছেন তাঁর অনুজ জেপি নাড্ডা। আগামী ৯ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারার কথা জেপি নাড্ডার।

তৃণমূলের হুঙ্কার

তৃণমূলের হুঙ্কার

ভাবানীপুর আর ডায়মন্ডহারবারে জেপি নাড্ডার সফর যে পরিকল্পিত সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপির চমকে ডরায় না তৃণমূল। হুঙ্কার দিয়েছেন পঞ্চায়েক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেছেন, অভিষেকের কেন্দ্রে আর ভবানীপুরে পা রাখলেই জেপি নাড্ডা বুঝতে পারবেন কোন দলের জনপ্রিয়তা কতটা। বাড়ি বাড়ি ঘুরলেই জবাব পেয়ে যাবেন তিনি।

লোকসভা ভোটে ব্যবধান কমেছিল তৃণমূলের

লোকসভা ভোটে ব্যবধান কমেছিল তৃণমূলের

লোকসভা ভোটে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপি-তৃণমূল কংগ্রেসের। খুব কম ব্যবধানেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে এগিয়ে ছিল বিজেপি। সেই হিসেব কষেই ছক ৈতরি করে ফেলেছেন নাড্ডারা। এবার সেই পথেই এগোচ্ছেন তাঁরা। সেকারণেই ভবানীপুর ও ডায়মন্ড হারবারকে চার্গেট করে নাড্ডার সফর।

রাজীবকে নিয়ে 'চালুনির ছুঁচের বিচার’ মন্তব্য অরূপের, গৃহযুদ্ধে দিলীপ জানালেন আহ্বানরাজীবকে নিয়ে 'চালুনির ছুঁচের বিচার’ মন্তব্য অরূপের, গৃহযুদ্ধে দিলীপ জানালেন আহ্বান

English summary
JP Nadda will visit homes in Mamta Banerjee's assembly seat Bhabanibur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X