For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের কাটমানি খাওয়া নেতাদের ছেটে ফেলতে হবে! বাংলার রাজনীতিতে নয়া ইস্যু তুলে দিলেন নাড্ডা

তৃণমূলের কাটমানি খাওয়া নেতাদের ছেটে ফেলতে হবে! বাংলার রাজনীতিতে নয়া ইস্যু তুলে দিলেন নাড্ডা

Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনে কাটামানি একটা বড় ইস্যু হতে চলেছে। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ভার্চুয়াল সভায় তা একবার স্পষ্ট করে দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যাঁরা কাটমানির দাবি করছেন, তাঁদের ছেঁটে ফেলার ডাক দেন তিনি।

কাটমানি নিয়ে মমতার সরকারকে আক্রমণ

কাটমানি নিয়ে মমতার সরকারকে আক্রমণ

২০২১-এর নির্বাচনে বিজেপির অন্যতন নির্বাচনী ইস্যু কি কাটমানি। জেপি নাড্ডা তাঁর এদিনের ভাষণে বাংলায় কাটমানির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জেপি নাড্ডা দাবি করেন, যেসব নেতা কাটমানির দাবি করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শাসকদলে কাটমানি ইস্যু বড় সমস্যা

শাসকদলে কাটমানি ইস্যু বড় সমস্যা

শাসকদলে কাটমানি ইস্যু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে পঞ্চায়েতের কাজে কাটমানির অভিযোগ ছিলই। করোনা আর আম্ফানের পর সেই ইস্যুই আবার নতুন করে সামনে এসেছে। সাধারণ মানুষের অভিযোগ আম্ফানের ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ির দন্য সরকারের থেকে ২০ হাজার টাকা পেতে গেলেও তৃণমূল নেতাদের কাটমানি দিতে হচ্ছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সাহায্যের নামে পরিবার ও দলের লোকেদের দিয়ে টাকা লোপাটের অভিযোগ তো আগেই উঠেছিল।

তৃণমূলকে নিশ্চিহ্ন করার ডাক

তৃণমূলকে নিশ্চিহ্ন করার ডাক

জেপি নাড্ডা এদিন তৃণমূলকে রাজ্যের ক্ষমতা থেকে সরানোরও ডাক দিয়েছেন। আগামী বছরে রাজ্যে নির্বাচন হলেও, বিজেপি অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছে।

বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের ডাক

বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের ডাক

তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের ডাক দিয়েছেন তিনি।

তুষ্টিকরণের বিরুদ্ধে ছিলেন শ্যামাপ্রসাদ

তুষ্টিকরণের বিরুদ্ধে ছিলেন শ্যামাপ্রসাদ

জেপি নাড্ডা বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংযুক্ত ভারতের পক্ষে লড়াই করেছিলেন। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুষ্টিকরণের রাজনীতির বিরোধিতা করেছিলেন এবং মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছিলেন।

শ্যামাপ্রসাদের জন্যই বাংলা ও পঞ্জাব ভারতের সঙ্গে

শ্যামাপ্রসাদের জন্যই বাংলা ও পঞ্জাব ভারতের সঙ্গে

বিজেপির প্রধান এদিন দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই পশ্চিমবাংলা ও পঞ্জাবের বড় অংশ আজ ভারতের সঙ্গে রয়েছে। না হলে দেশভাগের সময় তা পাকিস্তানের সঙ্গে চলে যেত।

যে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তৃণমূল! দুর্নীতির অভিযোগ করে তীব্র আক্রমণ জেপি নাড্ডারযে কোনও উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তৃণমূল! দুর্নীতির অভিযোগ করে তীব্র আক্রমণ জেপি নাড্ডার

English summary
JP Nadda questions TMC on Cutmoney issue from his Shyamaprasad Mukherjee's birth anniversary programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X