For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর ছুটি নেই বিজেপি কর্মীদের! একুশের যুদ্ধ জয়ে সাত দফা টাস্ক দিলেন নাড্ডা

সম্প্রতি বাংলা সফরে এসেছি লেন জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি উত্তরবঙ্গ সফরে ৫৪টি বিধানসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রয়োজনীয় পরামর্শ দেন ২০২১-এর ভোটে ভালো ফল করার জন্য।

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি বাংলা সফরে এসেছি লেন জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি উত্তরবঙ্গ সফরে ৫৪টি বিধানসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রয়োজনীয় পরামর্শ দেন ২০২১-এর ভোটে ভালো ফল করার জন্য। সেইসঙ্গে তিনি সাত দফা টাস্ক দিয়ে যান নেতা-কর্মীদের জন্য। পুজোতে ঘরে বসে না থেকে তাই কাজ করতে হবে বিজেপিকর্মীদের।

পাখির চোখ উত্তরবঙ্গের ৫৪টি কেন্দ্রে

পাখির চোখ উত্তরবঙ্গের ৫৪টি কেন্দ্রে

উত্তরবঙ্গের সমস্তে জেলার বিজেপি সভাপতি ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ৫৪টি কেন্দ্রের কেন্দ্রের কনভেনর, কো-কনভনের, সাসংদ, বিধায়করা। বিজেপিকে জয়ের দিশা দেখাতে এই বিশেষ বৈঠকেই সাত দফা নির্দেশ দিয়ে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই টাস্ক অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের।

২০০টিরও বেশি আসনে জয়ের লক্ষ্য

২০০টিরও বেশি আসনে জয়ের লক্ষ্য

২০০টিরও বেশি আসনে জয়ের লক্ষ্য নিয়েই এই টাস্ক তৈরি করা হয়েছে। জেপি নাড্ডা নির্দেশ দিয়েছেন এবার বাংলায় পরিবর্তন আনতে হবে। তাই সময় নষ্ট করলে হবে না। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামতে হবে। সেজন্য প্রয়োজনীয় কিছু কাজ করা দরকার। তা নিয়েই এদিনের আল আলোচনা। এই মর্মে সাত দফা নির্দেশ দেন তিনি।

সাত দফা টাস্ক জেপি নাড্ডার

সাত দফা টাস্ক জেপি নাড্ডার

  1. কনভেনরাদের রাত্রিবাস করতে হবে পাড়ায় ও মহল্লায়। জনসংযোগ বাড়াতে হবে।
  2. সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের প্রচারে নামতে হবে। নির্ভুলভাবে প্রচার করতে হবে মানুষের কাছে।
  3. তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, স্বজনপোষণ, কাটমানি, চিটফান্ডের অভিযোগগুলিকে ইস্যু করতে হবে প্রচারে।
  4. রাজ্যের সমস্ত বুথে পান্না প্রমুখ নিয়োগ নিশ্চিত করতে হবে। তাদের নজরদারিতে রাখাতে হবে।
  5. কেন্দ্রের প্রকল্প যাঁরা গ্রহণ করেছেন, তাঁদের সঙ্গে বেশি করে যোগাযোগ রাখতে হবে।
  6. সমস্ত বিধানসভায় অরাজনৈতিক সংগঠন যেমন ক্লাব-এনডিও ইত্যাদির সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  7. দলের মধ্যে কেউ বিভাজন ঘটা নোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
অমিত শাহের পথেই হাঁটছেন জেপি

অমিত শাহের পথেই হাঁটছেন জেপি

নাড্ডা বললেন এই কর্মসূচিগুলি পালন করা অবশ্য কর্তব্য। কর্মী-সদস্যেরা কতটা পালন করতে পারলেন, তার উপর নির্ভর করবে জয়-পরাজয়। এ ব্যাপারে পর্যালোচনা করবেন তিনি পরের বৈঠকে। মাস দুয়েকের মধ্যেই তিনি বাংলা সফরে আসবেন। তার আগে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা নজরদারি চালাবেন কাজকর্মে। একেবারে অমিত শাহের ধাঁচেই তিনি বিজেপি নেতা-কর্মীদের টাস্ক দিলেন।

English summary
JP Nadda gives task to BJP workers to defeat TMC in 2021 Assembly Election in Bengal. He decides seven kind of works would be done on the time of Durga Puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X