For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে পার্টিই পরিবার, ২০০-র বেশি আসনে জয়! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা জেপি নাড্ডার

বিজেপিতে পার্টিই পরিবার, ২০০-র বেশি আসনে জয়! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা জেপি নাড্ডার

  • |
Google Oneindia Bengali News

আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ( bjp) ২০০ আসন পার করবে, সরকার গঠন করবেন তাঁরাই। এদিন হেস্টিংসে বিজেপির দলীয় দফতরে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ডেপিী নাড্ডা (jp nadda)। বাংলার উন্নয়নই তাঁদের লক্ষ্য, মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

 মমতার সরকারকে উৎখাত করার ডাক

মমতার সরকারকে উৎখাত করার ডাক

দুদিনের রাজ্য সফরে এদিনই কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অন্যতম কাজ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। সেই উদ্বোধনের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দেন। তিনি দাবি করেন, নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে। সরকারও গঠন করবে তারা।

মমতার আরেক নাম অসহিষ্ণুতা

মমতার আরেক নাম অসহিষ্ণুতা

এদিন জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শানিয়ে বলেন, মমতার শাসনে বিরোধীদের খুন করা হচ্ছে। এই সরকারের আমলে রাজ্যে অসহিষ্ণুতা বেড়েই চলেছে। এদিনও তাঁদের এক কর্মীর দেহ উদ্ধারের কথা জানিয়ে জেপি নাড্ডা বলেন, ১৩০ জনের বেশি বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তিনি নিজে ১০০ জনের তর্পন করেছেন বলেও জানান।

 বিজেপিতে পার্টিই পরিবার

বিজেপিতে পার্টিই পরিবার

জেপি নাড্ডা বলেন, বিজেপিতে পার্টিই পরিবার। দেশে একসময়ে পরিবারতন্ত্র ছিল বলে জানিয়ে, রাজ্যেও তা চলছে বলে মন্তব্য করেন তিনি। বিজেপি কার্যালয় থেকে দল চালায় বলে মন্তব্য করেন তিনি। এদিন তিনি হেস্টিংসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলায় নটি কার্যালয়েরও উদ্বোধন করেন। নির্বাচনের আগেই সারা রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৩৮ টি কার্যালয় তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সব কার্যালয়ে সর্বাধুনিক ব্যবস্থা থাকবে। তিনি বলেন, বিজেপি পার্টি অফিস নয়, কার্যালয়ে বিশ্বাস করে।

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কর্মসূচি

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কর্মসূচি

এদিন জেপি নাড্ডা হেস্টিংস থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রে কর্মসূচিতে যান। সেখানে তিনি আর নয় কর্মসূচিতে অংশ নে। আগে থেকে ঠিক করা নির্দিষ্ট সাতটি বাড়িতে যান তিনি। সেখানে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে লিফলেট তুলে দেন। এরপর তিনি ওই কেন্দ্রের ভোটের প্রস্তুতি এবং সাংগঠনিক অবস্থা নিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে যান কালীঘাট মন্দিরে পুজো দিতে।

এর আগে গত ১৯ অক্টোবর জেপি নাড্ডা শিলিগুড়িতে এসেছিলেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁর আসার কথা থাকলেও, সেই সময় রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। প্রথমে ৮ ডিসেম্বর আসার কথা থাকলেও পরে তা পরিবর্তন হয়। কলকাতা ছাড়াও ডায়মন্ডহারবারে কর্মসূচি রয়েছে তাঁর। জেপি নাড্ডা এর আগে কটাক্ষ করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি আলগা। পা স্লিপ করে যাচ্ছে।

তৃণমূলকে বটবৃক্ষের সঙ্গে তুলনা, গরুর শিং ভাঙার বার্তায় মমতার খোঁচা শুভেন্দুদেরতৃণমূলকে বটবৃক্ষের সঙ্গে তুলনা, গরুর শিং ভাঙার বার্তায় মমতার খোঁচা শুভেন্দুদের

English summary
JP Nadda criticises Mamata Banerjee from Hestings Party office meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X