For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ৯০ শতাংশ ভোট বিজেপিই পাবে, বাবুলের রোড শো থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা

বাংলায় ৯০ শতাংশ ভোট বিজেপিই পাবে, বাবুলের রোড শো থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা

Google Oneindia Bengali News

৯০ শতাংশেরও বেশি ভোট বাংলায় পাবে বিজেপি। বাবুল সুপ্রিয়র রোড শো থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা জেপি নাড্ডার। তিনি দাবি করেছেন তিন দফা ভোট হয়ে গেলেই আরও স্পষ্ট হয়ে উঠবে রাজ্যে বিজেপির অবস্থান। তবে দুই দফায় যা ভোট হয়েছে তাতে বিজেপি ৯০ শতাংশ ভোট পাবে বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বাংলায় ৯০ শতাংশ ভোট বিজেপির

বাংলায় ৯০ শতাংশ ভোট বিজেপির

২ দফার নির্বাচন হয়ে গিয়েছে রাজ্যে। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোট। তিন জেলার ৩১টি কেন্দ্রে হবে ভোট গ্রহন। তার মধ্যেই চতুর্থ দফার ভোটের জন্য প্রচারে ঝড় তুলেছে বিজেপি। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র হয়ে রোড শো করছেন জেপি নাড্ডা। পায়েল সরকারের হয়েও রোড শো করেন তিনি। বাবুল সুপ্রিয়র রোড শো থেকেই নাড্ডা দাবি করেছেন ৯০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি।

সরকার গড়ার দাবি

সরকার গড়ার দাবি

বাংলায় বিজেপিই সরকার গড়ছে। বারবার দফায় দফায় দিল্লি থেকে নেতারা এসে এমনই দাবি করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতো প্রচারে এসে বলেই দিয়েছেন দিদির হার হয়ে গিয়েছে। সেকারণেই তিনি লোকসভা ভোটের কেন্দ্র খুঁজছেন। বারাণসীতে মোদীকে চ্যালেঞ্জ করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পাল্টা মমতােও চ্যালেঞ্জ জানিয়েছেন মোদী। তিনি বলেেছন বাংলায় যেদিন বিজেিপর মুখ্যমন্ত্রী শপথ নেবেন সেদিন তিনি আসবেন।

নন্দীগ্রামে হারবেন মমতা

নন্দীগ্রামে হারবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারবেন। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন নন্দীগ্রামে হারবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বকতে শুরু করেছেন। দিদি হার স্বীকার করেন নিন বলেও মন্তব্য করেছেন মোদী।যদিও মমতার পাল্টা দাবি নন্দীগ্রামে জিতছে তৃণমূলই।তিনি নিজে থেকে আসন না ছাড়লে সেখানে কেউ আসতে পারবে না। শুভেন্দুকে নন্দীগ্রামে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা

সিঙ্গুরের নজর

সিঙ্গুরের নজর

নন্দীগ্রামের পর এবার বিজেপির নজর পড়েছে সিঙ্গুরে সেখানে সভা করতে আসছেন অমিত শাহ। ৭ এপ্রিল সিঙ্গুরে বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করবেন অমিত শাহ। এর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে সভা করেছেন অমিত শাহ। চতুর্থ দফার ভোটের আগে এক প্রকার বঙ্গে প্রচারের ঝড় তুলে দিতে চায় বিজেপি।

২০১৯-এর ভোট ধরে রাখলেই কেল্লাফতে! তৃতীয় দফার ৩১ আসনের অঙ্ক তৈরি তৃণমূলের২০১৯-এর ভোট ধরে রাখলেই কেল্লাফতে! তৃতীয় দফার ৩১ আসনের অঙ্ক তৈরি তৃণমূলের

English summary
JP Nadda campaign for Babul Supriyo at Tollygunj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X