বিজেপির হাতিয়ার এনআরসি, করিমপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়লেন জয়প্রকাশ
করিমপুর উপনির্বাচনে এনআরসিকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি। কৃষ্ণনগরে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের দাবি, এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। অসমে যত জায়গায় এনআরি প্রভাব পড়েছে, সব জায়গায় জিতেছে বিজেপি। তিনি এদিন চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল কংগ্রেস আগে এনআরসি নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করুক।

এই বিল আপনারা সমর্থন করেন কি?
অসমে এনআরসিতে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে। সে প্রসঙ্গে জয়প্রকাশের দাবি, নাগরিকত্ব বিল আনা হয়েছে সংসদে। আমরা মানুষকে বলব, এই বিলে হিন্দুরা রক্ষাকবচ পাবে। আগে তৃণমূল নেতাদের প্রশ্ন করুন- এই বিল আপনারা সমর্থন করেন কি? তাঁরা জানাক নাগরিক বিলের পক্ষে না বিপক্ষে। তারপর তো এনআরসি।

জয়প্রকাশের দাবি
জয়প্রকাশ বলেন, উদ্বাস্তু, শরণার্থী বা মতুয়াদের ভয় দেখিয়ে ভোটব্যাঙ্ক করে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। এক সম্প্রদায়ের মানুষকে নিশানা করে বিভাদের তাস খেলছে তৃণমূল। জয়প্রকাশের দাবি, অনুপ্রবেশকারীদের দেশ আলাদা। আমাদের দেশে তাঁরা এসেছেন রুটি-রুজি ভাগ করে নেওয়ার জন্য।

অনুপ্রবেশকারীদের লালনপালন
তিনি কটাক্ষ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৫ সালে যাদের অনুপ্রবেশকারী বলেছিলেন, ক্ষমতায় এসে তিনি তাঁদেরই লালনপালন করে চলেছেন। আমি চাই এদের চিহ্নিতকরণ এবং সসম্মানে দেশে পাঠিয়ে দিতে। তবে তাঁদের আর দেশে ফিরিয়ে নেবে কি না, তা স্পষ্ট করেননি জয়প্রকাশ।

দল দেখি, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করি না
উল্লেখ্য, করিমপুর আসনে বিজেপি পিছিয়ে রয়েছে তৃণমূলের থেকে। এবার মহুয়া মিত্র লোকসভা আসনে জয়ী হওয়ায়, তাঁর কেন্দ্রে ভোট হচ্ছে। লোকসভার নিরিখে ১৪ হাজার ভোট এগিয়ে তৃণমূল। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিমলেন্দু সিংহ রায়কে। বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, আমরা দল দেখি, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করি না।
সরকার গঠন নিয়ে শিবসেনায় ভাঙন, ফড়নবীশের সঙ্গে যোগাযোগ ২৫ শিবসেনা বিধায়কের