For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপির শীর্ষ নেতৃত্ব! দ্বন্দ্বের মধ্যে মা দুর্গা, কটাক্ষ মুকুল-সুজাতা-সব্যসাচীকে

জয় বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপির শীর্ষ নেতৃত্ব! দ্বন্দ্বের মধ্যে মা দুর্গা, কটাক্ষ মুকুল-সুজাতা-সব্যসাচীকে

  • |
Google Oneindia Bengali News

বন্যা ও করোনায় রাজ্যের যাঁরা বিপর্যস্ত, তাঁদেরকে মা দুর্গা আশীর্বাদ করুন। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। এদিন তিনি দুর্গা পুজো নিয়ে বিজেপির মধ্যে চলা দ্বন্দ্বকে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি কৈলাশ বিজয়বর্গীয়ের ( kailash vijayvargiya) প্রতিও তীব্র কটাক্ষ করেন।

বিজেপির পুজোর সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ

বিজেপির পুজোর সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ

ইজেডসিসিতে বিজেপির দুর্গাপুজো করার সিদ্ধান্তকে কটাক্ষ করলেন দলেরই নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গত বছর বাঙালির মত পেতে পুজোর আয়োজন করা হয়েছিল। নেতারা মনে করেছিলেন, বাংলার শাসন ক্ষমতায় আসা যাবে। এবার সেই পুজো করা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবার এই পুজোর ব্যাপারে খুব একটা উৎসাহী না হলেও নতুন সভাপতি সুকান্ত মজুমদার এব্যাপারে উৎসাহী বলেই জানা গিয়েছে। ঠিক হয়েছে এবারের পুজো ছোট করে করা হবে। সেখানে একবার পুজো করলে পরপর তিনবার পুজোর করার রীতির কথা তুলে ধরা হয়েছে।

কৈলাশ গিয়েছেন কৈলাশে

কৈলাশ গিয়েছেন কৈলাশে

জয় বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, গতবার পুজোর হোতা ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। কিন্তু তাঁকে আর বাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, কৈলাশ বিজয়বর্গীয় বোধ হয় কৈলাশে গিয়ে বসে আছেন। কেননা ভোটের পর থেকে যেসব বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে, মারধর করা হয়েছে, মা বোনেদের হাত ধরে টানাটানি করা হয়েছে, তাঁরা কৈলাশ বিজয়বর্গীয়কে খুঁজছেন, পেলেই জুতোর বারি দেবেন।

মুকুল রায়, সব্যসাচী দত্ত, সুজাতা খানকে কটাক্ষ

মুকুল রায়, সব্যসাচী দত্ত, সুজাতা খানকে কটাক্ষ

তিনি বলেছেন, দ্বিতীয় হোতা ছিলেন মুকুল রায়। তাঁর কাণ্ড তো সবাই দেখছেন। কটাক্ষ করে তিনি বলেছেন, এখন দেখা যাচ্ছে মুকুল রায় আধ পাগল হয়ে গিয়েছেন। অপর হোতা ছিলেন সব্যসাচী দত্ত। তাঁর (জয়) ভাল লাগলেও, তিনি কোথায় রয়েছেন, তা তিনি (জয়) জানেন না বলে মন্তব্য করেছেন। তিনি (সব্যসাচী) কোন দলে রয়েছেন, তা তিনি জানেন না।
এছাড়াও সুজাতা খান ইজেডসিসিতে খুব নাচানাচি করেছিলেন। তিনিও তৃণমূলে চলে গিয়েছেন।

দ্বন্দ্বের মধ্যে মা দুর্গা

দ্বন্দ্বের মধ্যে মা দুর্গা

এই পরিস্থিতিতে প্রশ্ন তৈরি হয়েছে, পুজো হবে কি, হবে না। জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় বলেছিলেন, রাজনৈতিক দলের পুজোর সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। কিন্তু দিলীপ ঘোষের কথা শোনা হয়নি, দুর্গা পুজো হয়েছে। তিনি বলেছেন, দিলীপ ঘোষকে নাকি সভাপতি জেপি নাড্ডা প্রশ্ন করেছিলেন কাকে রাজ্য সভাপতি করলে ভাল হয়, তিনি (দিলীপ) নাকি সুকান্ত মজুমদারের নামই বলেছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই পুজো নিয়ে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারের দ্বন্দ্ব। কটাক্ষ করে জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন মা দুর্গা। তাই বিষয়টি তিনি মা দুর্গার ওপরেই ছেড়েছেন। তাঁকেই (মা দুর্গা) ঠিক করতে হবে বিজেপির পুজোয় তিনি আসবেন কি আসবেন না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As state BJP leadership is busy with Durga Puja in EZCC, Joy Banerjee criticised party leadership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X