For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে উদ্যোগ! স্থানীয় মানুষ ও পর্যটকদের বার্তা দিতে কর্মসূচি

সাধারণ মানুষকে শুধু সচেতনতার বার্তা দেওয়াই নয়, এবার হাতে কলমে সচেতনতা জাগানোর জন্য উদ্যোগ সাংবাদিকদের। পর্যটক ও স্থানীয় মানুষদের বার্তা দিতে মন্দারমনি সি-বিচে জঞ্জাল সাফাই কর্মসূচি পালন

Google Oneindia Bengali News

সাধারণ মানুষকে শুধু সচেতনতার বার্তা দেওয়াই নয়, এবার হাতে কলমে সচেতনতা জাগানোর জন্য উদ্যোগ সাংবাদিকদের। সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পর্যটক ও
স্থানীয় মানুষদের বার্তা দিতে মন্দারমনি সি-বিচে জঞ্জাল সাফাই কর্মসূচি পালন করল পূর্ব মেদিনীপুরের সাংবাদিকরা।

 সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে উদ্যোগ! স্থানীয় মানুষ ও র্যটকদের বার্তা দিতে কর্মসূচি

মঙ্গলবার ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। সেই দিনটিকে লক্ষ্য রেখে একদিন আগে সোমবার জেলার সাংবাদিক সংগঠন পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরাম সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নেয়। এই কর্মসূচিতে সামিল হয়েছিল মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসন। জেলার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্দারমনি কোস্টাল থানার ওসি রাজকুমার দেবনাথ, রামনগর ব্লকের বিডিও প্রিতম সাহা।

সমুদ্র তীরবর্তী এলাকায় প্রায় পর্যটক বা সাধারণ মানুষ পলিথিন বা নোংরা ফেলে দূষণ সামিল হচ্ছেন বলে অভিযোগ। যাতে সমুদ্র বিচগুলো স্বচ্ছ সুন্দর ও দূষণমুক্ত রাখা যায়, সেই উদ্দেশ্যে সোমবার সকাল থেকে মন্দারমনি সমুদ্র সৈকতে নোংরা আবর্জনা পরিষ্কার করার কর্মসূচি নেওয়া হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে এই বার্তাই দেওয়া হয়, সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এই এলাকাটিকেও বাড়ির পরিবেশের মতো ভাবুন। যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলে,দূষণ মুক্ত সমুদ্র সৈকত যাতে রাখা যায়,সেই উদ্দেশ্যেই এই প্রয়াসে মাসিল হোন।

রামনগরের বিডিও প্রিতম সাহা বলেন, পর্যটন কেন্দ্রগুলি পরিষ্কার রাখলে তবেই দূষণ মুক্ত বিচে পর্যটকেরা মুক্ত বাতাস অনুভব করতে পারবেন। মন্দারমনি কোস্টাল থানার ওসি রাজকুমার দেবনাথ বলেন,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনিই নজরদারি চালানো হচ্ছে বিচগুলিতে।

English summary
Journalists also came to the Sea Beach of Mandarmani in the wake of environmental awareness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X