For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের ধাক্কায় পিছিয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স?

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ
কলকাতা, ৫ মার্চ: লোকসভা ভোটের ধাক্কায় পিছিয়ে যেতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ১৯ এপ্রিল এবং ২০ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন অনুমান, মে মাসের শেষ সপ্তাহ বা জুনের আগে হয়তো পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

পশ্চিমবঙ্গে পাঁচ দফায় হবে লোকসভা ভোট। ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে। ১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল ভোটের তারিখ থাকায় স্কুল-কলেজগুলি চলে যাবে ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের দখলে। ফলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আর কিছু করার থাকবে না। ফলে রাজ্যের লক্ষ লক্ষ ছেলেমেয়ে, যাদের এ বছর পরীক্ষায় বসার কথা ছিল, তাদের এখন ধৈর্য্যের পরীক্ষা দিতে হতে পারে।

শুধু জয়েন্ট এন্ট্রান্সই নয়, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এই সময় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পরীক্ষা হওয়ার কথা ছিল। ভোটের ধাক্কায় তাও পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এক দিকে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে থাকবে ভোটের সরঞ্জাম, নিরাপত্তাকর্মীরা, অন্যদিকে শিক্ষক-অশিক্ষক কর্মীদের ভোটে ডিউটি করতে যেতে হবে। এই দ্বিমুখী সমস্যার জেরে ঠিক সময় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

২০০৯ সালে লোকসভা ভোটের সময়ও রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনেক পিছিয়ে গিয়েছিল। সেইবারও এপ্রিল-মে মাসে ভোট হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঠিক করলেও জয়েন্ট এন্ট্রান্সের বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ওয়াকিবহাল মহলের।

English summary
Joint Entrance, University Exams may be rescheduled due to election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X