For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাসে উঠলেই ভাড়া ১৪ টাকা! কোন ধাপে কত ভাড়া, পরিবহণ দফতরের কাছে প্রস্তাব

বাসে উঠলেই ভাড়া ১৪ টাকা! কোন ধাপে কত ভাড়া, পরিবহণ দফতরের কাছে প্রস্তাব

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে রাজ্য জুড়ে বন্ধ বেসরকারি বাস চলাচল। বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি করছেন। কিন্তু সরকার বলছে পুরনো ভাড়াতেই বাস চালাতে হবে। কিন্তু বাস মালিকদের দাবি সুরক্ষা বিধি মেনে বাস চালানো সম্ভবপর নয়। তারা পরিবহণ দফতরের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

কলকাতায় বাসে উঠলেই ভাড়া ১৪ টাকা দাবি

কলকাতায় বাসে উঠলেই ভাড়া ১৪ টাকা দাবি

রাস্তায় বাস নামাতে চান পরিবহণ মালিকরা। কিন্তু বর্তমান ভাড়ায় তা সম্ভবপর নয়। সূত্রের খবর অনুযায়ী, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে পরিবহণ দফতরের কাছে। সেখানে বলা হয়েছে প্রথম ২ কিমির জন্য ১৪ টাকা দিতে হবে। এরপর প্রতি কিলোমিটারে ৫ টাকা করে দিতে হবে।

আগের দাবি

আগের দাবি

কলকাতায় বাসে উঠলেই ভাড়া দিতে হবে ২০ টাকা। এক্ষেত্রে প্রথম ৪ কিমির জন্য এই ভাড়া দেওয়ার দাবি করেছিল মালিকদের একটি সংগঠন। এরপর প্রতি স্টেজে ভাড়া বাড়বে ৫ টাকা করে। স্টেজগুলি হবে ৪ কিমির। অর্থাৎ ৪ থেকে ৮ কিমির মধ্যে হলে ভাড়া হবে ২৫ টাকা। ৮-১২ কিমি হলে ভাড়া হবে ৩০ টাকা। ১২-১৬ কিমির ক্ষেত্রে ভাড়া হবে ৩৫ টাকা আর ১৬-২০ কিমির ক্ষেত্রে ভাড়া হবে ৪০ টাকা। আর ২০ কিমির পরে প্রতি কিমিতে ১ টাকা করে ভাড়া বাড়তে থাকবে।

 বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধি নয়, বলেছিলেন পরিবহণ মন্ত্রী

বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধি নয়, বলেছিলেন পরিবহণ মন্ত্রী

এর আগে পরিবহণমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন বেসরকারি বাসের কোনও ভাড়া বৃদ্ধি করা হবে না। পুরনো ভাড়াতেই রাস্তায় বাস নামাতে হবে।

 সরকারি বাস চলবে ভর্তুকিতে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

সরকারি বাস চলবে ভর্তুকিতে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

করোনা আবহে সরকারি বাসে যাত্রী সংখ্যা ২০ রাখা হবে। আর রাজ্য সরকার ভর্তুকি দিয়েই বাস চালাবে। বুধবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

করোনা লকডাউন: কম দামে শ্রমিক পেতে এবার 'অন্য' বিভীষিকার দিকে যেতে চলেছে ভারত! দাবি বিশেষজ্ঞের করোনা লকডাউন: কম দামে শ্রমিক পেতে এবার 'অন্য' বিভীষিকার দিকে যেতে চলেছে ভারত! দাবি বিশেষজ্ঞের

English summary
Joint Council of Bus Syndicate sends a proposal to Transport Dept to increase fare. In this proposal their demand is on minimum fare is Rs 14.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X