For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিজেপিতে যোগদানের হিড়িক বাংলায়! তৃণমূলের জেলা পরিষদের সদস্য-সহ হেভিওয়েটদের দলত্যাগ

মাঝে কিছুদিন বন্ধ থাকার পর ফের বিজেপিতে যোগদানের হিড়িক। সূত্রের খবর অনুযায়ী, রবিবার তৃণমূলের পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিপুল দাস-সহবেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দেন।

  • |
Google Oneindia Bengali News

মাঝে কিছুদিন বন্ধ থাকার পর ফের বিজেপিতে যোগদানের হিড়িক বাংলায়। সূত্রের খবর অনুযায়ী, রবিবার তৃণমূলের পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিপুল দাস-সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া।

তৃণমূল ছেড়ে বিজেপিতে

তৃণমূল ছেড়ে বিজেপিতে

পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিপুল দাস ছাড়াও যাঁরা বিজেপিতে যোগ দেন, তাঁদের মধ্যে রয়েছেন, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সদস্যরাও। পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির
সদস্য তাপস দে রবিবার বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তড়িৎকান্তি রায়। এছাড়াও পঞ্চায়েত সদস্য পূর্ণিমা দাস-সহ বেশ

 গোষ্ঠী সংঘাত থেকে বিজেপিতে

গোষ্ঠী সংঘাত থেকে বিজেপিতে

সূত্রের খবর অনুযায়ী, লোকসভা ভোটের পর থেকে পূর্ব বর্ধমানে তপন চট্টোপাধ্যায় এবং বিপুল দাসের গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল। তৃণমূলের জেলা সভাপতি কিংবা কাটোয়ার বিধায়কের
হস্তক্ষেপেও বিষয়টি মিটমাট হয়নি। অন্যদিকে তড়িৎকান্তি রায় গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়ান বলে স্থানীয় সূত্রে খবর। এরপর তিনি সুযোগ মতো বিজেপিতে
যোগ দিলেন।

গুরুত্বে নারাজ জেলা তৃণমূল

গুরুত্বে নারাজ জেলা তৃণমূল

এই দলবদলকে কোনওভাবেই গুরুত্ব দিতে রাজি নন, জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ। তাঁর কটাক্ষ দলত্যাগীদের সঙ্গে আগে থেকেই বিজেপির সম্পর্ক ছিল। ফলে এই দলবদলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না।

<strong>[আরও পড়ুন:এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র]</strong>[আরও পড়ুন:এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র]

[আরও পড়ুন: বৌবাজারে মেট্রোর কাজ অনিশ্চিত, হোটেলে ঠাঁই বাসিন্দাদের! রাজনৈতিক চাপানউতোর শুরু][আরও পড়ুন: বৌবাজারে মেট্রোর কাজ অনিশ্চিত, হোটেলে ঠাঁই বাসিন্দাদের! রাজনৈতিক চাপানউতোর শুরু]

English summary
Joining from TMC to BJP in East Bardhaman. On Sunday Several TMC leaders including jila parishadmember joined BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X