For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাঁতরাগাছি স্টেশনে জেএমবি জঙ্গি! গোপন অভিযানে নেমে জালে পুরল এসটিএফ

সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হল এক জেএমবি জঙ্গিকে। এসটিএফ অভিযান চালিয়ে গ্রেফতার করে বছর ২২-এর ওই যুবককে।

  • |
Google Oneindia Bengali News

সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হল এক জেএমবি জঙ্গিকে। এসটিএফ অভিযান চালিয়ে গ্রেফতার করে বছর ২২-এর ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গির নাম আসিফ ইকবাল ওরফে নাদিম। নাদিম ২০১৭ সাল থেকে জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য। তার বাড়ি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মতিউর রহমানের ছেলে নাদিম।

সাঁতরাগাছি স্টেশনে জেএমবি জঙ্গি! গোপন অভিযানে নেমে জালে পুরল এসটিএফ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে চেন্নাইয়ে চলে গিয়েছিল নাদিম। সেখানে জেএমবি সদস্য কওসরের কাছে প্রশিক্ষণ নিয়েছিল সে। সেইসময় বেঙ্গালুরুতে এক ডাকাতির ঘটনায় নাম জড়ায় নাদিমের। সোমবার সে কলকাতায় এসেছে খবর পেয়ে অভিযানে নামে এসটিএফ। সাঁতরাগাছি স্টেশন তাকে গ্রেফতার করা হয়।

[আরও পড়ুন: সৈনিক চাই প্রতি পরিবার থেকে, পুলওয়ামা-কাণ্ডের পর মর্মস্পর্শী খোলা চিঠি অভিষেকের ][আরও পড়ুন: সৈনিক চাই প্রতি পরিবার থেকে, পুলওয়ামা-কাণ্ডের পর মর্মস্পর্শী খোলা চিঠি অভিষেকের ]

মঙ্গলবারই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। ৫ মার্চ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কওসরকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় গত বছর। এরপর নতুন বছরে কেরালাপ মল্লাপুরম থেকে আবদুল মাতিন ও শিয়ালদহ থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। মনিরুল মুর্শিদাবাদের জেএমবি জঙ্গি।

[আরও পড়ুন:'মাসুদ আজহার পাকিস্তানে আছে, যান গ্রেফতার করুন, না পারলে আমরা করব', ইমরানকে পাল্টা তোপ অমরিন্দরের ][আরও পড়ুন:'মাসুদ আজহার পাকিস্তানে আছে, যান গ্রেফতার করুন, না পারলে আমরা করব', ইমরানকে পাল্টা তোপ অমরিন্দরের ]

English summary
JMB terrorist is arrested from Santragachhi station of Howrah. STF arrest the terrorist in Khagragarh case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X