For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামাত জঙ্গি গ্রেফতার উত্তর দিনাজপুরে, আতঙ্ক এলাকায়

জামাত-উল- মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর পান্ডা হলেও উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কাশিমপুরের বাসিন্দা ধৃত জেএমবি জঙ্গি আবদুল বারি।

  • |
Google Oneindia Bengali News

জামাত-উল- মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর পান্ডা হলেও উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কাশিমপুরের বাসিন্দা ধৃত জেএমবি জঙ্গি আবদুল বারি। তার পরিবার বিশ্বাসই করতে পারছে না এমন কাজের সাথে যুক্ত তাদের ঘরের ছেলে। এসটিএফ-এর জালে ধরা পরার খবর পেয়ে শোকে মুহ্যমান ধৃত জঙ্গি আবদুল বারির স্ত্রী।

জামাত জঙ্গি গ্রেফতার উত্তর দিনাজপুরে, আতঙ্ক এলাকায়

খবর ছড়িয়ে পড়তেই কাশিমপুর গ্রামে চাপা আতঙ্ক। জে এম বি জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে মঙ্গলবার মালদার সামসি থেকে গ্রেপ্তার করে এস টি এফ। ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায়। ধৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম আবদুল বারি। আবদুল বারি ইটাহার থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা। আবদুল ইটাহারে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৯ দিন ধরে নিখোঁজ ছিল আবদুল বারি। পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল।

কিন্তু আবদুল বারি ও তার সঙ্গি নিজামুদ্দিন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের এই দুই বাসিন্দা বহুদিন থেকেই জঙ্গি সংগঠনের সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জামাত-উল- মুজাহিদিনের আমের সালাউদ্দিনের কাছ থেকে নির্দেশ এসেছিল উত্তর দিনাজপুর জেলায় মডিউল তৈরি করার। এই মফিউলের সাথে যোগাযোগ রাখত জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার আমের ইজাজও উত্তর দিনাজপুরের এই মডিউলের দুই পান্ডা হল ইটাহারের আবদুল বারি ও নিজামুদ্দিন। এলাকার টার্গেট করা যুবকদের জেহাদের দাওয়াত দিয়ে তাদের মগজ ধোলাই করে তাদের জঙ্গির খাতায় নাম লেখাত আবদুল বারি ও নিজামুদ্দিন।

[আরও পড়ন: গুরুগ্রামের দ্বিগুণ জরিমানা ওড়িশায়! জরিমানা দিতে না পেরে গাড়ি ছেড়ে গেল অটোচালক][আরও পড়ন: গুরুগ্রামের দ্বিগুণ জরিমানা ওড়িশায়! জরিমানা দিতে না পেরে গাড়ি ছেড়ে গেল অটোচালক]

এদিকে স্বামী আবদুল বারি যে এতবড় একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থেকে গোপনে এইসব কাজ করছে তার বিন্দুবিসর্গ জানতে পারেননি তার পরিবারের লোকেরা। ধৃত জঙ্গি আবদুল বারির মামা মোসারফ হোসেন বলেন, আমরা কোনও কিছুই জানতে পারিনি। আমাদের বিশ্বাস হচ্ছেনা আবদুল বারি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে। আবদুল বারিকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি করে পরিবারের লোকেরা।

 [আরও পড়ুন:ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বেশি জমি দখল করেছে চিন, দাবি মালদ্বীপের] [আরও পড়ুন:ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বেশি জমি দখল করেছে চিন, দাবি মালদ্বীপের]

English summary
JMB terrorist arrested in North Dinajpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X