For Quick Alerts
For Daily Alerts
কলকাতা পুলিশের এসটিএফ-এর সাফল্য, গ্রেফতার জেএমবির শীর্ষ জঙ্গি
দীর্ঘদিন পরে ফের রাজ্য থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি। কলকাতা পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেফতার করেছে জেএমবির শীর্ষ জঙ্গি আব্দুল করিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ছদ্মবেশে সে মুর্শিদাবাদে লুকিয়ে ছিল। তার কাছ থেকে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছিল জেএমবির জঙ্গি শিস মহম্মদকে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে কেরলের মল্লপুরম থেকে জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। সে ছিল অসমের বরপেটার বাসিন্দা এবং খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত। ২০১৯-এর সেপ্টেম্বরে চেন্নাই থেকে জেএমবি জঙ্গি আসাদুল্লা শেষকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ।
বাড়ছে করোনা সংক্রমণ, দেশে জারি হচ্ছে লকডাউন ৫.০? বৈঠকে নরেন্দ্র মোদী-অমিত শাহ