For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরহাদকে পাল্টা জবাব জিতেন্দ্রর! বিজেপির সঙ্গে কার যোগাযোগ, তুললেন প্রশ্ন

ফিরহাদকে পাল্টা জবাব জিতেন্দ্রর! বিজেপির সঙ্গে কার যোগাযোগ, তুললেন প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) উদ্দেশ্য করে ফিরহাদ হাকিম (Firhad hakim) বলেছিলেন কারও যাওয়ার থাকলে তিনি চলে যেতে পারেন। যার জবাব দিয়েছেন আসানসোলের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে ফিরহাদ হাকিমের যোগাযোগ থাকতে পারে। কিন্তু তাঁর সঙ্গে নয়।

মমতাকে ভালবাসেন তিনিও

মমতাকে ভালবাসেন তিনিও

ফিরহাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি পুরমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, বিজেপি ওনার সঙ্গে যোগাযোগ রাখতে পারে, কিন্তু তাঁর (জিতেন্দ্র) সঙ্গে নয়। এর পাশাপাশ জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, উনি (ফিরহাদ) যতটা মমতাকে ভালবাসেন, তিনিও ততটাই ভালবাসেন। তিনি আরও বলেছেন, মানুষকে তাঁদেরই জবাবদিহি করতে হয়। জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, তিনি চাঁর মন্ত্রীকে চিঠি দিয়েছেন, অন্য কাউকে দেননি। এতে আপত্তির কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। আসানসোলের কথা বললেই যদি বলা হয় দল থেকে বেরিয়ে যান, কথা বললেই যদি বলা হয় বিজেপি, এই ধরনের সরলীকরণ ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারির চিঠি ফিরহাদকে

জিতেন্দ্র তিওয়ারির চিঠি ফিরহাদকে

আসানসোলের পুরবোর্ডের প্রশাসকের তরফে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে সোমবার। এরপরেই রাজ্য রাজনীতি জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে দলবদলের জল্পনা শুরু হয়ে যায়। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি এদিনই আসানসোলের দুটি কলেজের পরিচালন বোর্ড থেকে ইস্তফাও দেওয়ার কথা জানিয়েছেন। কারণ ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন ইস্তফা পত্রে। আসানসোল স্মার্ট সিটির তালিকায় এসেছিল। কিন্তু রাজ্য সরকার সেই প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বরাদ্দের টাকা নেয়নি। যাতে ক্ষুব্ধ জিতেন্দ্র তিওয়ারি। সেই কথাই তিনি লিখেছেন পুরমন্ত্রী ফিররহাদ হাকিমকে। প্রসঙ্গত স্মার্ট সিটির তালিকাভুক্ত হলে সেই শহরের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ২ হাজার কোটি টাকা দিয়ে এসেছে। এই সিদ্ধান্ত যে রাজনৈতিক ছিল তাও উল্লেখ করেছেন জিতেন্দ্র তিওয়ারি।

যাওয়ার থাকলে চলে যেতে পারেন

যাওয়ার থাকলে চলে যেতে পারেন

হঠাৎ করে জিতেন্দ্র তিওয়ারির এই চিঠি মেনে নিতে পারেননি পারেননি পুরমন্ত্রী। এর নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে দাবি ফিরহাদের। তাঁর দাবি, জিতেন্দ্রকে ভুল বোঝাচ্ছে বিজেপি। কয়েকদিন আগেও তাঁর সঙ্গে যখন কথা হয়েছে তখন কোনও কিছু জানাননি জিতেন্দ্র, বলেছেন ফিরহাদ। পুরমন্ত্রী আরও বলেছেন, কারও যাওয়ার থাকলে তিনি চলে যেতে পারেন।

 আক্রমণ বাবুলের

আক্রমণ বাবুলের

ফিরহাদ হাকিমকে পাঠানো জিতেন্দ্র তিওয়ারির চিঠি সম্পর্কে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ফিরহাদ হাকিম হচ্ছেন সেই তৃণমূলী যিনি নিজেই স্বীকার করেছিলেন, তাদের দলে আলোচনার জায়গা নেই। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, তিনি অনেকগুলি চিঠি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রীকে, কিন্তু একটারও উত্তর পাননি। এমন কী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর চিঠির উত্তর দেননি বলে অভিযোগ করে বাবুল বলেছেন আসানসোলকে বঞ্চিত করা হচ্ছে।

একুশের ভোটে ওয়েইসির মিমের হাত শক্ত করছেন কমল হাসান! বাংলার ভোট উত্তাপের মাঝে কোন সমীকরণ তামিলরাজ্যেএকুশের ভোটে ওয়েইসির মিমের হাত শক্ত করছেন কমল হাসান! বাংলার ভোট উত্তাপের মাঝে কোন সমীকরণ তামিলরাজ্যে

English summary
Jitendra Tiwari says BJP can keep in touch with Firhad Hakim, but not with him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X