For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর উপস্থিতিতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অনুপস্থিত টলিউডের দুই তারকা! জল্পনা তুঙ্গে

মোদীর উপস্থিতিতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অনুপস্থিত টলিউডের দুই তারকা! জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

উপলক্ষ্য ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। যার উদ্দেশে কলকাতার বুকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঢেলে সাজিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সেই সঙ্গে সন্ধ্যেয় ছিল একটি চা চক্র। আর সেখানে কলকাতার একাধিক নামী তারকার উপস্থিতি , অনুপস্থিতি খবরে উঠে আসে।

দেখা গেল কাদের?

দেখা গেল কাদের?

প্রসঙ্গত, নেতাজি জন্মজয়ন্তী কমিটিতে রয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর তাঁকে ভিক্টোরিয়ার বিশেষ আয়োজনে আসা অভ্যাগতদের মধ্যে দেখা গিয়েছে। ছিলেন সদ্য বিজেপির দিকে ঝুঁকে পড়া রুদ্রনীল ঘোষ। এছাড়াও ইন্দ্রাণী হালদার থেকে প্রসেনজিতের উজ্জ্বল উপস্থিতি গতকাল নজর কেড়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জাননোর অধ্যায়

প্রধানমন্ত্রীকে স্বাগত জাননোর অধ্যায়

২৩ জানুয়ারির সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গিয়েছে বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও স্বনামধন্য শিল্পী মমতা শঙ্করকে। এছাড়াও ২৩ জানুয়ারির অনুষ্ঠানে দেখা গিয়েছে পায়েল সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, তন্ময় বসু, বিক্রম ঘোষ, তেজেন্দ্রনারায়ণ মজুমদারদের মতো শিল্পীদের।

আমন্ত্রণ পেয়েও দুই টলিউড তারকা অনুপস্থিত!

আমন্ত্রণ পেয়েও দুই টলিউড তারকা অনুপস্থিত!

বাংলার এক নামী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রণ যায় যিশু সেনগুপ্ত ও
আবির চট্টোপাধ্যায়ের কাছে। বাংলার এই তাবড় তারকাদের মধ্যে দুজনের কেউই আসেননি। জানা গিয়েছে ,আমন্ত্রণ জানানো হয়েছিল প্রযোজক মহেন্দ্র সোনিকেও। তবে তিনিও অনুপস্থিত ছিলেন । আর এই অনুপস্থিতির নেপথ্যে ভোটের আগে কোনও কাপণ থাকতে পারে কি না, তার তত্ত্বতলাশ করছে রাজনৈতিক মহল। জল্পনাও চড়ছে তার সঙ্গে।

বাংলার রাজনীতি ও ২০২১ সালের ২৩ জানুয়ারি

বাংলার রাজনীতি ও ২০২১ সালের ২৩ জানুয়ারি

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানকে অনেকেই অরাজনৈতিক ও কেবলই সরকারি অনুষ্ঠান বলে তকমা দিচ্ছেন। তবে সেই খানেই যেভাবে জয়শ্রীরম ধ্বনি উঠেছে, আর তার প্রেক্ষপটে বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ না দিয়ে প্রতিবাদ জানানোর ঘটনা যে রাজনীতির আঙিনার বাইরে নয়, তা মানছেন অনকেই। এমন এক জায়গায় রুদ্রনীলের সঙ্গে মোদীর সেলফি থেকে যিশু আবিরের অনুপস্থিতি বারবার খবরের শিরোনাম কেড়েছে।

বাংলায় শিল্পীমহলের সঙ্গে সাক্ষাতে মোদী দিলেন ইঙ্গিতবহ বার্তা! ভোটের আগে জানুয়ারির শেষে কোন অঙ্কে জল্পনাবাংলায় শিল্পীমহলের সঙ্গে সাক্ষাতে মোদী দিলেন ইঙ্গিতবহ বার্তা! ভোটের আগে জানুয়ারির শেষে কোন অঙ্কে জল্পনা

English summary
Jishu to Abir were invited but was absent in Modi's tea in Victoria memorial before West Bengal Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X