For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ভয়াবহতার মধ্যে এটুকুই যা আশার আলো, রাজ্যে করোনামুক্ত পুরো জেলা

বেশ কমছিল করোনার সংক্রমণ। হঠাৎ তা বাড়তে বাড়তে উদ্বেগ ছড়াচ্ছে বাংলায়। এরই মধ্যে একটু আশার আলো দেখাল বাংলার এক জেলা। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম এই মুহূর্তে করোনামুক্ত জেলা রূপে পরিগণিত হল।

Google Oneindia Bengali News

বেশ কমছিল করোনার সংক্রমণ। হঠাৎ তা বাড়তে বাড়তে উদ্বেগ ছড়াচ্ছে বাংলায়। এরই মধ্যে একটু আশার আলো দেখাল বাংলার এক জেলা। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম এই মুহূর্তে করোনামুক্ত জেলা রূপে পরিগণিত হল। আরও দু-একটি জেলা করোনামুক্ত হওয়ার পথে। রাজ্যে রেকর্ড বৃদ্ধির মধ্যে এটুকুই যা আশা দেখছে বাংলা।

ঝাড়গ্রামের পরিসংখ্যান

ঝাড়গ্রামের পরিসংখ্যান

ঝাড়গ্রামে করোনা আক্রান্ত হয়েছিল মোট ২৫ জন। এখন ২৫ জনই সুস্থ। কোনও মৃত্যু নেই করোনার সংক্রমণে। রাজ্যে যখন করোনায় মৃতের হার বেশি, তখন এই জেলা অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই জেলায় শেষ করোনা সংক্রমণ হয়েছিল ৫ জুলাই। এখন সেই ব্যক্তিও করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

আরও যেসব জেলা করোনা-মুক্ত হওয়ার পথে

আরও যেসব জেলা করোনা-মুক্ত হওয়ার পথে

ঝাড়গ্রাম ছাড়াও জঙ্গলমহলের আর এক জেলা পুরুলিয়াতে করোনা মুক্ত হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছে। মোট করোনা সংক্রমণ ১১৫ জনের মধ্যে বর্তমানে পজিটিভ ২০ জন। শেষ আক্রান্ত হয়েছেন ৮ জুলাই। কালিম্পংয়ে মাত্র একজন পজিটিভ রয়েছেন। ৩ জুলাই শেষ সংক্রমণ। কোচবিহারে ১০ জন, আলিপুরদুয়ারে ৮ জন পজিটিভ রয়েছেন মাত্র।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৪৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২৭ হাজার ১০৯ জন। এদিন ১৩৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৬। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২৮৪৫৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৯৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬১১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৭ হাজার ৯৫৯ জন। সুস্থতার রেট হয়েছে ৬৩.১১ শতাংশ।

English summary
Jhargram is now coronavirus free district in West Bengal. Corona affected is record increased in West Bengal on July 11.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X