For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাউলের সুরে সুর মিলিয়ে শুরু জয়দেব-কেঁদুলির মেলা

বাউলের সুরে সুর মিলিয়ে শুরু জয়দেব-কেঁদুলির মেলা

  • |
Google Oneindia Bengali News

বাউল গানের সুরে ও প্রথা মেনে শুরু হয়ে গেল জয়দেবের মেলা। বীরভূম জেলার ইলামবাজার থানার এলাকায়, অজয় নদের পাশেই, এই গ্রাম। গ্রামের নাম কেন্দুবিল্ব হলেও বেশিরভাগ লোকের মুখে তা কেঁদুলি। এখন অবশ্য জয়দেব কেঁদুলি বা শুধুমাত্র জয়দেব নামেও পরিচিত এই গ্রাম। এই গ্রামেই জন্মগ্রহণ করেন গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব।

বাউলের সুরে সুর মিলিয়ে শুরু জয়দেব-কেঁদুলির মেলা

মকর সংক্রান্তির দিনে, তার তিরোধান দিবস পালিত হয় এই এলাকায়। এখন এই দিবস মেলার আকার ধারণ করেছে।

মকর সংক্রান্তির দিনে বহু মানুষ পুণ্য অর্জন করার জন্য স্নান করতে আসেন এখানে। অজয় নদে স্নান করে তারা যান রাধাগোবিন্দ মন্দিরে। লক্ষ্মণ সেন এই মন্দির প্রতিষ্ঠা করেন। টেরাকোটার কাছে সমৃদ্ধ এই মন্দিরের দেওয়াল।

এখন অবশ্য এই মেলার মূল আকর্ষণ হয়েছে বাউল গান। এইবার ২৫০টির বেশি বাউল গানের আখরা বসেছে। দেশ বিদেশে নানা জায়গা থেকে বাউল গান শুনতে এখানে ভিড় জমান মানুষ।

তিন দিন ধরে মেলা চলে এখানে। আখরাতে আখরাতে দিন রাত হয় বাউল গান। বসে কীর্তন ও ফকির গানের আসর।

প্রায় চারশ বছরের পুরানো এই মেলা। পুণ্য লাভের আশায় যত লোক আসেন তার থেকে বেশি লোক আসেন বাউল গানের টানে, বলে জানিয়েছেন বীরভূম জেলার লোক সংস্কৃতির গবেষক আদিত্য মুখোপাধ্যায়।

যেহেতু প্রচুর লোকের সমাগম হয় তাই নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চালানো হচ্ছে।

 পূর্ব মেদিনীপুরে রূপালী নদীতে ফের উদ্ধার মৃত ডলফিন পূর্ব মেদিনীপুরে রূপালী নদীতে ফের উদ্ধার মৃত ডলফিন

English summary
Jaydev-Kenduli Mela started in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X