For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা! বিজেপিকে করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস বলে নিশানা জয়ার

তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা!কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস বলে নিশানা জয়ার

Google Oneindia Bengali News

করোনার থেকেও ভয়ঙ্কর বিজেপি। বাংলাকে শেষ করে দেবে। কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন। প্রসঙ্গত এই সভায় থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নির্বাচন কমিশন তাঁকে ২৪ ঘণ্টা ব্যান করায় সেই সভায় উপস্থিত থাকতে পারেননি তৃণমূল কংগ্রেস নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা

চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য অমিত শাহকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছিলেন। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছিলেন মমতা। তারপরেই মুখ্যমন্ত্রীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে িনর্বাচন কমিশন।

কৃষ্ণনগরে একাই প্রচারে জয়া

কৃষ্ণনগরে একাই প্রচারে জয়া

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণ নগরে সভা করার কথা ছিল সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চনের। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি থাকায় একাই কৃষ্ণগঞ্জে প্রচারে যান জয়া বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন সৌগত রায়। সেই সভা থেকেই বিজেপিকে নিশানা করেছেন জয়া বচ্চন। আগে তিনি বিজেপিকে নিশানা করে বলেছেন, একা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। বাঙালির অস্তিত্বকে বাঁচােত হলে তৃণমূল কংগ্রেস নেত্রীর লড়াইয়ে সামিল হতেই হবে।

বিজেপিকে নিশানা জয়ার

বিজেপিকে নিশানা জয়ার

কৃষ্ণগঞ্জের সভা থেকে বিজেপিকে নিশানা করে জয়া বচ্চন বলেছেন, করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বিজেপি। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করছেন এই শক্তির বিরুদ্ধে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। তাই সকলেই একটু কষ্ট করে ভোট দিন তাহলেই বিজেপিকে রাজ্য থেকে তাড়ানো যাবে। বাংলার নেত্রীকে রুখতে দিল্লির নেতারা ডেইলি প্যাসেঞ্জাির করছেন বলে কটাক্ষ করেছেন জয়া বচ্চন

বিজেপিকে নিশানা মমতা

বিজেপিকে নিশানা মমতা

২৪ ঘণ্টার নিষেধাঞ্জা শেেষর পর তৃণমূল কংগ্রেস নেত্রী গতকাল বারাসত ও বিধাননগরে সভা করেন। সেই সভা থেকে বিজেপিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি স্ট্রিট ফাইটার। তাঁকে হারাতে পারবে না বিজেপি। নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল গান্ধীমূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেন। একাই সেখানে হুইল চেয়ার নিয়ে বসে নিরব প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Jaya Bachhan target BJP from Krisnanagarn rally after banning Mamata Banrjee's campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X