For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে মেসির সঙ্গে তুলনা, তিনদিনের সুকান্ত-অমিতাভদের নিশানায় জল্পনা বাড়ালেন জয়

বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখলেন সাময়িক বরখাস্ত হওয়া দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি।

Google Oneindia Bengali News

বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখলেন সাময়িক বরখাস্ত হওয়া দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তাঁরা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটাতে গিয়ে তাঁরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আনলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের উদাহারণ সামনে আনলেন।

বিজেপির বঙ্গ নেতৃত্বকে তোপ জয়-রীতেশের

বিজেপির বঙ্গ নেতৃত্বকে তোপ জয়-রীতেশের

সম্প্রতি জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিজেপি থেকে। তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করে এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপিতে এখন গুরুত্ব পাচ্ছেন এবিভিপি করে আসা নেতারা। কিছু বললেই তাঁরা বলেন, আমি এবিভিপি করে আসা নেতা। কিন্তু তাঁরা যে অনভিজ্ঞ রাজনীতিক, তারা সেটা বোঝে না।

সুকান্ত-অমিতাভদের অভিজ্ঞতার বহর প্রসঙ্গে

সুকান্ত-অমিতাভদের অভিজ্ঞতার বহর প্রসঙ্গে

জয়প্রকাশ মজুমদার বলেন, বঙ্গ বিজেপির দায়িত্ব এখন যাঁদের কাঁধে তাঁদের প্রথমজন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাত্র আড়াই বছর রাজনীতি করছেন। আর দ্বিতীয়জন যিনি সেই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী বাংলায় রাজনীতি করছেন মাত্র দু-বছর। অর্থাৎ বঙ্গ বিজেপির শীর্ষ দুই নেতার সম্মিলিত রাজনৈতিক অভিজ্ঞতা দু-বছরের।

মমতার অভিজ্ঞতা ও কুশলী নেতৃত্ব প্রসঙ্গে জয়প্রকাশ

মমতার অভিজ্ঞতা ও কুশলী নেতৃত্ব প্রসঙ্গে জয়প্রকাশ

জয়প্রকাশের কথায়, ওই পাঁচ বছরেরও কম অভিজ্ঞতাসম্পন্ন মাথারা লড়াই করছে কার বিরুদ্ধে, যিনি কি না এই মুহূর্তে ভারতের অন্যতম স্ট্র্যাটেজিস্ট ও কুশলী নেত্রী। আমরা তাঁকে না পছন্দ করতে পারি। কিন্তু ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলনের অভিজ্ঞতা দীর্ঘকালীন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উদাহারণ দিয়ে

মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উদাহারণ দিয়ে

বঙ্গ বিজেপির সমালোচনা করতে গিয়ে এদিন জয়প্রকাশদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণের কথাই তুলে ধরা হয়েছে। বামেদের বিরু্দ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বিঁধেছেন বিজেপিকে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও আন্দোলনই গড়ে তুলতে পারেনি। কাঁচের ঘরে বসে বিক্ষোভ দেখিয়েছে। রাস্তায় নেমে কোনও আন্দোলনই করতে পারেনি বিজেপি। শুধু হাইকোর্ট করেছেন। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হাইকোর্টের উপর নির্ভর করে বামেদের বিরুদ্ধে লড়াই করেননি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসির সঙ্গে তুলনা

মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসির সঙ্গে তুলনা

জয়প্রকাশ মজুমদার আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিন আন্দোলন করে আসা অভিজ্ঞ নেত্রীর বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির মুখ কি না যৌথভাবে পাঁচ বছরেও কম অভিজ্ঞতাসম্পন্ন দুই নেতা। এ তো মেসির টিমের বিরুদ্ধে তিনদিনের অনুশীলনে খেলতে নামা প্লেয়ার। অর্থাৎ জয়প্রকাশ মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসি আর তাঁর দল তৃণমূলকে মেসির টিমের সঙ্গে তুলনা করেছেন। আর বিজেপির রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনদিনের ফুটবলার বলে ব্যাখ্যা করেছেন।

বাংলা নিজের মেয়েকেই চায়, বাঙালি অস্মিতা প্রসঙ্গে

বাংলা নিজের মেয়েকেই চায়, বাঙালি অস্মিতা প্রসঙ্গে

জয়প্রকাশ মজুমদার আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুলেছিলেন। বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগান তুলে তৃণমূল বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়েছেন বাংলার ভোটে। বিজেপি বাঙালি অস্মিতার ধার-কাছ দিয়েও যায়নি। তাঁরা বাইরে থেকে নেতাদের এনে বাংলা জয়ের স্বপ্ন দেখেছেন শুধু। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। এদিন সামায়িক বরখাস্ত হওয়ার পর বিজেপির স্বরূপ প্রকাশ করে জয়প্রকাশ মজুমদার-রীতেশ তিওয়ারিরা ফারাক বুঝিয়ে দিয়েছেন তৃণমূল ও বিজেপির বঙ্গ নেতৃত্বের।

English summary
Jay Prakash Majumdar compares Mamata Banerjee with Messi and targets BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X