For Quick Alerts
For Daily Alerts
জন্মাষ্টমীতে মাতোয়ারা মায়াপুর! হাজির দেশি-বিদেশি ভক্তরা
মহা সমারোহে জন্মাষ্টমী পালিত হচ্ছে নদিয়ার মায়াপুরে। উৎসবের মেজাজে নবদ্বীপও। শনিবার থেকেই শুরু হয়েছে জন্মাষ্টমীর রীতি ও ধর্মীর আচার পালন। সোমবার ভোর থেকে চলছে নানা অনুষ্ঠান। হাজির হয়েছেন, দেশি-বিদেশি ভক্তরা। ভিড়ে ঠাসা মায়াপুরের হোটেল লজগুলি।

ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান। শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে সোমবার সকাল থেকে ইসকন মন্দির প্রাঙ্গনে চলছে নাম সংকীর্তন, আরতি ও ভাগবত পাঠ। সারাদিন ধরেই চলছে নানা অনুষ্ঠান। ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়।

সন্ধেয় অভিষেক পর্ব শুরু হবে। তা চলবে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত অতিক্রম করার পর মহা আরতির আয়োজন করা হয়েছে। আরতির পরেই শেষ হবে ইসকনের জন্মাষ্টমী।
মায়াপুর ছাড়াও শ্রী চৈতন্যর জন্মস্থান নবদ্বীপেও ভক্তদের ভিড় হয়েছে সকাল থেকে। বিভিন্ন মন্দিরে চলছে সংকীর্তন, আরতি ও ভাগবত পাঠ।