For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গলমহল বিজেপিকে প্রত্যাখ্যান করেছে একুশের ভোটে, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

জঙ্গলমহল বিজেপিকে প্রত্যাখ্যান করেছে একুশের ভোটে, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

Google Oneindia Bengali News

জঙ্গলমহল প্রত্যাখ্যান করেছে অমিত শাহকে। তাই হেলিকপ্টার খারাপের অজুহাত দিয়ে ঝাড়গ্রামে গরহাজির থাকলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস রীতিমতো ছবি দিয়ে দেখিয়ে দিল হেলিকপ্টার বিভ্রাট কোনও কারণ নয়, জনসভায় লোক না হওয়ার জেরেই ঝাড়গ্রামে গরহাজির থাকলেন তিনি।

শাহ কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়েই আলোচনা

শাহ কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়েই আলোচনা

এবার বাংলাকে পাখির চোখ করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। নির্বাচনী দামামা বেজে যাওয়ার পর মোদী-শাহ পালা করে বাংলায় আসছেন। জনসভা করে যাচ্ছেন। প্রথম দফায় ভোট জঙ্গলমহলে। সেই জঙ্গলমহলে জনসভা করতে এসেই অমিত শাহের গরহাজিরা নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। শাহ কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়েই আলোচনা জোরদার।

অমিত শাহের গরহাজিরায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল

অমিত শাহের গরহাজিরায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল

অমিত শাহের ঝাড়গ্রামের সভায় গরহাজিরা থাকার বিষয়টিকে হাতিয়ার করেছে এবার। সোশ্যাল মিডিয়ায় নানা ট্রোল ভেসে আসছে অমিত শাহের গরহাজিরা নিয়ে। সেখানে লেখা হয়েছে খড়গপুর থেকে ঝাড়গ্রাম সড়কপথে মাত্র ৪২ কিলোমিটার দূরত্ব। সড়কপথে সময় লাগতে পারে মাত্র ৩০ মিনিট বা তার থেকে সামান্য বেশি। তবু তিনি গেলেন না ঝাড়গ্রামে।

বাংলার মানুষ বোকা নয়, তাঁরা মুখ বুজে মানবে না

বাংলার মানুষ বোকা নয়, তাঁরা মুখ বুজে মানবে না

তৃণমূল কর্মী-সমর্থকদের তরফে ট্রোলের বন্যা বইয়ে দিয়ে বলা হচ্ছে, সড়কপথে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা খুব ভালো। তবু তিনি সেই পথে পা বাড়ালেন না। বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়ার কথা জানাচ্ছেন, কিন্তু মিটিং এড়িয়ে যাচ্ছেন, বাংলার মানুষ ওত বোকা নয়, তাঁরা মুখ বুজে সব মেনে নেবে না।

যদি ইচ্ছা থাকত, সড়কপথেই ঝাড়গ্রামে যেতেন শাহ

যদি ইচ্ছা থাকত, সড়কপথেই ঝাড়গ্রামে যেতেন শাহ

তৃণমূলের দাবি, বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চরে না। তাঁরা সব কিছুই বুঝতে পারে। এছাড়া ঝাড়গ্রামের জনসভার ছবি দিয়ে তাঁরা দাবি করেন, হেলিকপ্টার বিভ্রাট নয়, জনসভায় লোক না হওয়ার জেরেই ঝাড়গ্রামে হাজিরা দেননি অমিত শাহ। তাঁর যদি সভা করার ইচ্ছা থাকত, তিনি হেলিকপ্টার ছেড়ে সড়কপথেই ঝাড়গ্রামে যেতেন।

জঙ্গলমহল অমিত শাহকে প্রত্যাখ্যান করেছে, টুইট তৃণমূলের

জঙ্গলমহল অমিত শাহকে প্রত্যাখ্যান করেছে, টুইট তৃণমূলের

তৃণমূলের দাবি, ঝাড়গ্রামের সভায় এসেও সভা না করেই ফিরতে হয়েছিল জেপি নাড্ডাকে। তার পুনরাবৃত্তি ঘটাতে চাননি অমিত শাহ। তাই তিনি সুচতুরভাবে এড়িয়ে গেলেন ঝাড়খণ্ডের জনসভা। তবে তিনি জঙ্গলমহলে বিজেপির বেআব্রু হয়ে পড়া আটকাবে না। তৃণমূল এরপর টুইট করে জানিয়েছে, জঙ্গলমহল অমিত শাহকে প্রত্যাখ্যান করেছে।

প্রার্থী নিয়ে এবার বিজেপিতে 'গৃহদাহ', হেস্টিংসে তুমুল বিক্ষোভ, রাজীবের বিরুদ্ধে স্লোগান কর্মী সমর্থকদেরপ্রার্থী নিয়ে এবার বিজেপিতে 'গৃহদাহ', হেস্টিংসে তুমুল বিক্ষোভ, রাজীবের বিরুদ্ধে স্লোগান কর্মী সমর্থকদের

English summary
Jangalmahal rejects BJP and Amit Shah before West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X