For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্যা সমাধানে জন দরবার শুরু পশ্চিম মেদিনীপুরে

এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে জনদরবার শুরু করল মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা শাসকের দফতরে শুর হয়েছে অভাব অভিযোগ শোনার কাজ।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে জনদরবার শুরু করল মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা শাসকের দফতরে শুর হয়েছে অভাব অভিযোগ শোনার কাজ। প্রতি সোমবারই জেলা শাসকের দফতরে বসবে এই জন দরবার। জেলা শাসক রশ্মি কমল জানিয়েছেন, সকাল ১১টা থেকে সকলকে আসতে বলা হয়েছে। জন দরবারে উপস্থিত থাকবেন পুলিস সুপারও।

সমস্যা সমাধানে জন দরবার শুরু পশ্চিম মেদিনীপুরে

সোমবার বেশিরভাগ সমস্যাই জমি নিয়ে প্রকাশ্যে এসেছিল। দাসপুরের এক বাসিন্দা অভিযোগ করেছেন ৯০ কুইন্টাল ধার একসঙ্গে বিক্রি করতে দেওয়া হচ্ছে না। ২৫ কুইন্টালের বেশি চাল বিক্রি করতে দেওয়া হচ্ছে না। জেলা শাসক সঙ্গে সঙ্গে সমস্যা সমাধানের নির্দেশ দেন। অরূপ নন্দী নামে একজন অভিযোগ করেেছন, এলাকায় প্রকাশ্যে মদ গাঁজার আসর বসছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

[আরও পড়ুন:লোকসভা ভোটে ভরাডুবির জের, ভেঙে দেওয়া হবে কংগ্রেসের ডেটা অ্যানালিসিস টিম][আরও পড়ুন:লোকসভা ভোটে ভরাডুবির জের, ভেঙে দেওয়া হবে কংগ্রেসের ডেটা অ্যানালিসিস টিম]

আবার মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠ জবর দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেেছন একজন। জেলা শাসক রশ্মি কমল বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

এই ধরনের নানা অভিযোগ এদিন জমা দিয়েছেন এলাকার বাসিন্দারা। কারোর ‌অভিযোগ কোথাও শৌচাগার নেই, কারোর ‌অভিযোগ রাস্তা দখল হয়ে যাচ্ছে।

English summary
Jan darbar for the Cityzen orgnized by West Midnapore administration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X