For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত

বর্ধমান থেকে গ্রেফতার বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত জামাত-উল মুজাহিদিন জঙ্গি। ধৃত জঙ্গির নাম আব্দুল রেজ্জাক বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে নথি ও ল্যাপটপ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

বর্ধমান থেকে গ্রেফতার বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত জামাত-উল মুজাহিদিন জঙ্গি। ধৃত জঙ্গির নাম আব্দুল রেজ্জাক বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে নথি ও ল্যাপটপ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। ধৃত বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বলে খবর। সামশেরগঞ্জ থেকে এর আগে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছিল এনআইএ।

রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত

এনআইএ সূত্রে খবর, বুদ্ধগয়া বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটি চুরি করা হয়েছিল। আর চুরি করেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা এই আবদুল রেজ্জাক। মুর্শিদাবাদে বসেই বুদ্ধগয়ায় বিস্ফোরণে ছক কষা হয়েছিল বলে তদন্তকারী সংস্থার দাবি।

২০১৭-য় বুদ্ধ গয়ায় বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে গত অগাস্টে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছিল দিলওয়ার হোসেন ওরফে আলি হাসানকে। এর আগে এনআইএ-র হাতে বেঙ্গালুরুতে গ্রেফতার হয় জামাত জঙ্গি আদিল শেখ। সেও ছিল মুর্শিদাবাদের বাসিন্দা।

মুর্শিদাবাদে আব্দুল রেজ্জাকের ডেরায় এর আগে একাধিকবার অভিযান চালিয়েছিল এনআইএ এবং এসটিএফ। কিন্তু রেজ্জাকের কোনও খোঁজ পাওয়া যায়নি। সে বর্ধমানে আশ্রয় নিয়েছে বলে খবর পান তদন্তকারীরা। এরপর সেখানেই জাল বিস্তার করেন তদন্তকারীরা। বুধবার সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে।

English summary
Jamat ul mujahidin terrorist allegedly involved in Bodhgaya explosion arrested from Bardhaman by STF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X