For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয় শ্রীরাম' বিতর্কে দিলীপ-বাবুলের সাঁড়াশি আক্রমণের নিশানায় অমর্ত্য সেন! কোন বক্তব্য উঠছে

লোকসভা ভোট পর্ব থেকেই জয় শ্রীরাম বিতর্ক ঘিরে ক্রমাগত সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এই স্লোগান ঘিরে রক্তাক্ত একাধিক পর্ব বাংলার রাজনীতির বুকে জ্বলজ্বল করে উঠে নিত্যদিন।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোট পর্ব থেকেই জয় শ্রীরাম বিতর্ক ঘিরে ক্রমাগত সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এই স্লোগান ঘিরে রক্তাক্ত একাধিক পর্ব বাংলার রাজনীতির বুকে জ্বলজ্বল করে উঠে নিত্যদিন। আর এবার এই পর্ব নিয়ে মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি 'জয় শ্রীরাম' ধ্বনিকে বাংলরা সংস্কৃতি বিরোধী বলে দাবি করেন। পাশাপাশি তাঁর দাবি, জয়শ্রীরাম নয় বরং বাংলার ভাবধারায় মা দূর্গার আরাধনা বেশি উজ্জ্বল। আর নোবেলজয়ী অর্থনীতি বিদের এই বক্তব্য নিয়েই এবার বিজেপি তরফে তোপ দাগা হয়েছে।

 অমর্ত্য সেনকে জবাব দিলীপের

অমর্ত্য সেনকে জবাব দিলীপের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অমর্ত্য সেন সম্পর্কে বলেন, 'উনি যে বাংলাকে চিনতেন তা বদলে গিয়েছে। উনি বাংলাকে ভুল চিনতেন। এখানে পুরুষ ,মহিলা নির্বিশেষে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে।' এরপর দিলীপ ঘোষ দাবি করেন, 'জয় শ্রীরাম' বলেল এখন পশ্চিমবঙ্গে মারধর করা হয়। তিনি বলেন,'এখানে দুর্গাপুজো করতে অনুমতি দেওয়া হয়না . জয় শ্রীরাম যাঁরা বলছেন তাঁরাই আসলে বাংলাকে চেনেন। '

'অমর্ত্য সেনের বয়স কথা বলছে'!

বাবুল সুপ্রিয় এদিন অমর্ত্য সেনের বক্তব্যের প্রেক্ষিতে একটি টুইট বার্তায় বাবলু সুপ্রিয় বলেন,'এটা স্যার অমর্ত্য সেনের বয়স কথা বলছে,ওনার মস্তিষ্ক নয়।নয়তো তিনি বুঝতেন যে বাংলায় জয় শ্রীরাম একটি প্রতীকী প্রতিবাদের স্লোগান , ধর্মের নয়।..'

অমর্ত্য সেনের বক্তব্য

অমর্ত্য সেনের বক্তব্য

নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, তিনি যখন তাঁর চার বছরের নাতনিকে প্রশ্ন করেন যে তার প্রিয় দেবতা কে, সে জানায় মা দুর্গা। দেবী দুর্গা বাঙালি সংস্কৃতির সঙ্গে এভাবেই মিশে আছে বলে জানিয়েছেন অমর্ত্য সেন। অন্যদিকে 'জয় শ্রী রাম' স্লোগান কাউকে ধরে মারার জন্য ব্যবহার করা হয় বলে মনে করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। কেউ 'জয় শ্রী রাম' স্লোগান না বললে, তাঁর উপর অত্যাচার করা হচ্ছে বলেও জানিয়েছেন অধ্যাপক সেন।

English summary
Jai shreeram controversy , Dilip Ghosh and Babul Supriyo attacks Amartya Sen .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X