For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার জমি আন্দোলনেও জয় শ্রীরাম! সরকারি কাজে বাধায় 'সিঙ্গুর' পরিস্থিতি

এবার জমি আন্দোলনেও ঢুকে গেল জয় শ্রীরাম। জলপাইগুড়ির রাজগঞ্জে সরকারি দখলে থাকা জমি ঘিরে জট।

  • |
Google Oneindia Bengali News

এবার জমি আন্দোলনেও ঢুকে গেল জয় শ্রীরাম। জলপাইগুড়ির রাজগঞ্জে সরকারি দখলে থাকা জমি ঘিরে জট। সরকারি কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সরকারি সাইনবোর্ড ভাঙাকে ঘিরে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি হয় বলে জানা গিয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী।

প্রকল্পের জন্য চিহ্নিত সরকারি জমি

প্রকল্পের জন্য চিহ্নিত সরকারি জমি

জানা গিয়েছে, রাজ্য সরকারের তিনটি প্রকল্পের জন্য, জলপাইগুড়ির রাজগঞ্জের মিলন পল্লিতে ৬০০ একর জমি চিহ্নি করা হয়েছে আগেই। এখানেই জেলার হেলিপ্যাড তৈরি করা হবে। জমিতে সরকারি সাইনবোর্ড লাগিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিয়েছিল ভূমি ও ভূমি রাজস্ব এবং পর্যটন দফতর।

জয় শ্রীরাম বলে সরকারি কাজে বাধা

জয় শ্রীরাম বলে সরকারি কাজে বাধা

মঙ্গলবার সকালে অধিকৃত ৬০০ একর জমি তিন ফসলী এবং ব্যক্তিগত মালিকানাধীন বলে দাবি করে, মাটি কোপাতে শুরু করেন স্থানীয় কৃষকরা। তাঁদের দাবি, জমির পাট্টা রয়েছে তাঁদের কাছে। তাঁরা এই জমির দখল ছাড়বেন বলে জানিয়ে দেন।

স্থানীয়দের দাবি অস্বীকার প্রশাসনের

স্থানীয়দের দাবি অস্বীকার প্রশাসনের

খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। শিলিগুড়ি কমিশনারেটের পাশাপাশি রাজগঞ্জ থানার পুলিশ যায় এলাকায়। স্থানীয় কৃষকদের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের তরফে কৃষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করা হয়নি বলেই জানা গিয়েছে। জমির পাট্টা রয়েছে বলে কৃষকদের দাবি মানতে রাজি নয় প্রশাসন। প্রশাসনের দাবি এই জমিতে কোনও চাষ আবাদ হয় না।

English summary
Jai Shri Ram slogan in Land Movement in North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X