For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার মাটিতে 'জয় শ্রীরাম' স্লোগান থেকে মমতাকে দূরে রাখতে নয়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের

Google Oneindia Bengali News

বাংলার রাজনীতি এই মুহূর্তে সরগরম 'জয় শ্রীরাম' স্লেগান নিয়ে। বিজেপির এই স্লোগান শুনতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষোভ ঘিরে গোটা বিতর্কের সূত্রপাত। এরপরই বিজেপি ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ১০ লাখ 'জয় শ্রীরাম' লেখা পোস্ট কার্ড পাঠানো হবে। পাল্টা তৃণমূলের তরফেও বিজেপি অফিসে 'জয় হিন্দ' লেখা ২০ লাখ পোস্ট কার্ড পাঠানো হবে বলে খবর। তবে তোপ পাল্টা তোপের রাজনীতির মধ্যে বাংলার গোয়েন্দা বিভাগকে বড়সড় নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা বিভাগকে নির্দেশ

গোয়েন্দা বিভাগকে নির্দেশ

দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের রুট নিয়ে এবা নড়েচড়ে বসেছে প্রশাসন। বাংলার গোয়েন্দা বিভাগকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাবে, সেই রাস্তা সংলগ্ন এলাকা সম্পর্কে খোঁজ নিতে হবে গোয়েন্দা বিভাগকে। জানতে হবে কোন এলাকায় গেলে এই স্লোগান শুনতে হবে না। সেই এলাকা দিয়ে যাবে কনভয়। এমন নির্দেশ এসেছে বাংলার স্বরাষ্ট্রদফতর থেকে।

আরও নির্দেশ

আরও নির্দেশ

জানানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে এলাকা দিয়ে তাঁর কনভয় নিয়ে যাবেন , সেই এলাকা যেন খুব সুরক্ষিত থাকে। এবিষয়টির দায়িত্বও দেওয়া হয়েছে গোয়েন্দাবিভাগকে।

 মমতার বার্তা

মমতার বার্তা

এরমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট-এর মাধ্যমে বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি সাফ জানান, রাম নামে তাঁর কোনও আপত্তি নেই, তবেএই ধর্মীয় স্লোগান নিয়ে রাজনীতিতে তাঁর আপত্তি রয়েছে। সবমিলিয়ে গোটা পরিস্থিতি নিয়ে ব্যাপক সরগরম রাজ্য রাজনীতি।

English summary
Bengal intel told to 'sanitise' areas before Mamata Banerjee's visits over Jaishreeram Row.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X